Thursday 12 April 2012

সাতক্ষীরা সীমান্তে যুবককে কুপিয়ে হত্যা


Thu, Apr 12th, 2012 10:18 pm BdST

সাতক্ষীরা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) সদস্যরা ফের এক বাংলাদেশিকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত সিরাজুল ইসলাম (৩২) সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ইউনিয়নের কালিয়ানি গ্রামের সৈয়দ আলি সরদারের ছেলে।

বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার বৈকারি সীমান্তের বিপরীতে ভারতের ছোট বাঁকড়া এলাকার কৈজুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা সিরাজুলকে আটকের পর কুপিয়ে হত্যা করে বলে তাই ভাই অভিযোগ করেছেন।

অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বিএসএফ বিজিবিকে বলছে, স্থানীয় গ্রামবাসীর মারপিটে সিরাজুলের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে সিরাজুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যান।

বৃহস্পতিবার ভোররাতে গরু নিয়ে দেশে ফেরার পথে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ছোট বাঁকড়া নামক স্থানে পৌঁছালে কৈজুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা সিরাজুলকে আটক করে বলে স্থানীয়রা জানায়।

৩৮ বিজিবি ব্যাটালিয়নের বৈকারি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, সিরাজুল হত্যার পর তাৎক্ষণিকভাবে বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হয়।

ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা (অপস) মেজর হারুন অর রশিদ বলেন, “বিএসএফ বলছে, তারা সিরাজুলকে মারেনি। সীমান্তে ভারতীয় অধিবাসীদের মারপিটে তার মৃত্যু হয়েছে।”

তবে নিহতের বড় ভাই বৈকারি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সাইফুল ইসলাম বলেন, বিএসএফ সদস্যরা তার ভাইকে আটকের পর নির্যাতন চালিয়ে হত্যা করেছে।

সিরাজুলের এক মেয়ে ও দুটি ছেলে রয়েছে। ভাইয়ের মৃতদেহ ফেরত পেতে কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন সাইফুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২২০৫ ঘ. 

http://www.bdnews24.com/bangla/details.php?id=191162&cid=2

No comments:

Post a Comment