Thursday, 11 November 2010

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা এবং লালমনিরহাট ও পাটগ্রাম প্রতিনিধি | তারিখ: ১১-১১-২০১০


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ওপারে গত মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।

এদিকে সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে আহত এক বাংলাদেশি মঙ্গলবার রাতে মারা গেছেন।

বুড়িমারী সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত মোতালেব হোসেনের (৩৮) বাড়ি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে।