Thursday 17 December 2009

বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি | তারিখ: ১৭-১২-২০০৯


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর পাড়িয়া সীমান্তে গতকাল বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বাড়ি পাড়িয়া ইউনিয়নের ধেউরঝারি গ্রামে।

বিডিআর ও এলাকাবাসীর ভাষ্যমতে, গতকাল ভোরে গ্রামের মনিন্দ সিংয়ের ছেলে শ্রীকান্ত সিং (২৫), ওয়াছু মোহাম্মদের ছেলে আজিজুল হক (৩০) ও রতন সিংয়ের ছেলে বিপ্লব সিং (২৪) পাড়িয়া সীমান্তের ৩৮৮/৩-এস নম্বর পিলারের কাছে গরু পারাপারের জন্য যান। ওই সময় ভারতের হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শ্রীকান্ত বাম হাতে, আজিজুল পেটে ও বিপ্লব পায়ে গুলিবিদ্ধ হন। বাংলাদেশ রাইফেলসের ২ নম্বর ব্যাটালিয়নের আপারেশন অফিসার মেজর মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি | তারিখ: ১৬-১২-২০০৯


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজ বুধবার তিন বাংলাদেশি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বাড়ি পাড়িয়া ইউনিয়নের ধেউরঝারি গ্রামে। আহত ব্যক্তিরা হলেন মনিন্দ সিংয়ের ছেলে শ্রীকান্ত সিং (২৫), ওয়াছু মোহাম্মদের ছেলে আজিজুল হক (৩০) ও রতন সিংয়ের ছেলে বিপ্লব সিং (২৪)।

বিডিআর ও এলাকাবাসী জানায়, আজ ভোরে শ্রীকান্ত, আজিজুল ও বিপ্লব পাড়িয়া সীমান্তের ৩৮৮/৩-এস নম্বর পিলারের কাছে গরু পারাপারের জন্য গেলে ভারতের হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শ্রীকান্ত বাম হাতে, আজিজুল পেটে ও বিপ্লব পালের পায়ে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ সীমান্তে পালিয়ে আসেন। পরে ভোর সাড়ে ছয়টার দিকে তাঁরা বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে আজ দুপুরে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সীমান্ত এলাকার লোকজন জানায়, আহত ব্যক্তিরা সবাই গরু ব্যবসায়ী।

বাংলাদেশ রাইফেলসের দুই নম্বর ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মোখলেছুর রহমান জানান, আজ ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের চিকিত্সার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Wednesday 16 December 2009

BSF picks up 3 from Chuadanga border

Our Correspondent, Kushtia

Indian Border Security Force (BSF) picked up three Bangladeshi nationals from Thakurpur border point in Damurhuda upazila in Chuadanga on Sunday afternoon.

The locals are Matiur Rahman, 26, son of Gulzar, Dinar Ali, 30, son of Abul Hossain of Pirpurkullah and Asadul Haq, 32, son of Jalal Uddin of Thakurpur in Damurhuda upazila.

Sources in 35 Battalion of Bangladesh Rifles (BDR) quoting families of the victim said a BSF team from Rangiarpot camp in Chapra police station in Nadia district of West Bengal picked up the three from the border point at about 4:30 pm.

Contacted by BDR, the Indian forces claimed that they rounded up the Bangladeshis on charge of illegal intrusion into Indian territory.

BDR sent a protest note to BSF and called for a flag meeting at night.

BSF, however, did not reply to the letter till fling of this report in the evening.

Sources said, the three Bangladeshis are now at Chapra police station.

Earlier, on December 6, BSF abducted a Bangladeshi farmer from Jibonnagar border point of the district.

A Correspondent in Benapole reports: A Bangladeshi cattle trader was shot and injured by BSF along Daulatpur border in Benapole early Sunday.

The injured was identified as Arif Hossain, 28, son of Khorshed Ali of Daulatpur frontier village.

BDR sources said, BSF opened fire when Arif along with other cattle traders were returning to Bangladesh from India at about 5:00am.

Seriously injured Arif was admitted to a local hospital.

In Dinajpur, one person was wounded in BSF firing on Saturday morning at Uchhna border point under Hakimpur upzila.

The injured was identified as Moyem Uddin, 28, son of Kayem Uddin of village Uchhna. He was admitted to Pachbibi Upazila Health Complex in a critical condition, reports our correspondent.

BDR sources in Joypurhat 3 Battalion said, BSF at Mothurapur camp in India fired at least 5 rounds of bullets when Moyem reached the border area.

Joypurhat BDR sent a strong protest note to BSF over the incident.

Friday 11 December 2009

তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ




চুয়াডাঙ্গা প্রতিনিধি | তারিখ: ১১-১২-২০০৯


চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তপথে বুধবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের তিন নাগরিককে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) কাছে ফেরত দিয়েছে। বিডিআর ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ওই তিনজনকে বিডিআরের কাছে হস্তান্তর করা হয়। বিডিআর তাঁদের দামুড়হুদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

তিন বাংলাদেশি হলেন মেহেরপুর সদর উপজেলার মোল্লাপাড়া শৈলমারী গ্রামের লাল চাঁদ মিয়া (২৬), যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোর্ট গ্রামের হাবিবুর রহমান সরদার (২৫) ও একই গ্রামের মুরাদ আলী (২৭)।

চুয়াডাঙ্গা ৩৫ রাইফেলস ব্যাটলিয়ন সূত্র জানায়, ২০০৭ সালের ১৬ জুন ওই তিনজন যশোরের বেনাপোল সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সে দেশের পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে তাঁদের প্রত্যেককে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Wednesday 9 December 2009

BSF kills Bangladeshi pilgrim, Abducts 1

Star Report

Indian Border Security Force (BSF) yesterday gunned down a Bangladeshi pilgrim in West Bengal's Basirhat area and abducted a farmer from Jibonnagar upazila in Chuadanga Monday evening.

Our Satkhira correspondent reports: BSF shot dead an unidentified Bangladeshi pilgrim of Hindu community on Panitor border under 24 Parganas district of West Bengal, opposite to Bhomra border in Sadar upazila early yesterday.

Lt Col Iqbal Azim, commanding officer of 41 Rifles Battalion of BDR, confirmed the incident and said identity of the victim, who went to India for 'Ganga Bath' a few days back, could not be known immediately.

BSF jawans of Panitor camp opened two shots targeting the pilgrim while he was returning to Bangladesh crossing the Panitor border at about 3:30am leaving him dead on the spot, sources said.

BSF men took away the body.

BDR sent a letter to BSF protesting the killing and asked them to return the body, BDR sources said.

Meanwhile, BSF abducted a Bangladeshi farmer from Goeshpur border point in Jibonnagar upazila of Chuadanga Monday evening, our Kushtia correspondent reports.

According to BDR 35 Rifles Battalion, BSF men from Kanpur camp in Murshidabad district of West Bengal entered Bangladesh territory and picked up Muraf Malitha, 30, son of Samu Malitha of Goeshpur in Jibonnagar when he was working in the field at about 5:30pm.

On information, a BDR team from Dhopakhali camp under 35 Rifles Battalion rushed to the spot.

BDR sent a letter to BSF protesting the incident and asked for a flag meeting, BDR sources said.

Wednesday 2 December 2009

দুঃখ প্রকাশের পর বিএসএফকে গুলি ও এসএলআর ফেরত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা | তারিখ: ০২-১২-২০০৯


ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের ফেলে যাওয়া একটি এসএলআর ও ২০টি গুলি ফেরত দিয়েছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। গতকাল মঙ্গলবার সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তের চারাবাড়িতে বিএসএফ ও বিডিআরের মধ্যে পতাকা বৈঠকে বিএসএফের সদস্যরা দুঃখ প্রকাশ করলে এসব ফেরত দেওয়া হয়।

গত রোববার দুপুরে ভারতের ১২৬ ব্যাটালিয়নের আমুদিয়া ক্যাম্পের বিএসএফের একজন সদস্য চারাবাড়ি সীমান্তের মেইন পিলার ১৩/১ এলাকা দিয়ে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে ঢুকে পড়েন। এ সময় বিডিআরের টহল দল তাঁকে ধাওয়া করলে বিএসএফের ওই সদস্য তাঁর কাছে থাকা একটি এসএলআর ও ২০টি গুলি ফেলে পালিয়ে যান। বিডিআরের সদস্যরা অস্ত্র ও গুলি উদ্ধার করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল পতাকা বৈঠক হয়।

Saturday 14 November 2009

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি | তারিখ: ১৩-১১-২০০৯


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জালঙ্গি সীমান্তে গতকাল বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ আলী (৩৬) উপজেলার কিসামত নির্মজা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, গতকাল ভোর ছয়টার দিকে ভারত থেকে গরু নিয়ে জালঙ্গি গ্রামে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা মোহাম্মদ আলীকে গুলি করেন। পরে বিএসএফ সদস্যরা তাঁর দেহ নিয়ে যান।

BSF kills two Bangladeshis

Star National Desk

Indian border guards have killed two Bangladeshis in Lalmonirhat and Satkhira.

Our Correspondent in Rangpur reports: A Bangladeshi national was shot dead by Border Security Force (BSF) in Burimari frontier area under Patgram upazila in Lalmonirhat district yesterday morning.

Eyewitnesses said, BSF personnel dragged the body of the victim into their territory immediately after the incident.

BDR identified the dead as Mohammed Ali, son of Ismail Hossain of village Kouamari.

A BDR source said, BSF opened fire on Mohammad Ali at about 6:00 am while he was working at a field beside demarcation pillar no: 854. He was hit in the chest and head and died on the spot.

BDR personnel from Srirampur border outpost rushed to the spot and sent a protest letter to BSF, said the source.

UNB from Satkhira said: Habib Gazi, 18, a cattle trader and son of Lutfur Rahman Gazi of Nangla village in Devhata upazila, was

found dead along Basantapur Damdam border in Kaliganj upazila yesterday.

The victim's relatives yesterday noon recovered the body of Habib from a char of the Ichhamati River.

Family sources said, BSF men of Barun camp detained Habib, who went to India to buy cattle four days ago, while he was returning home from India along with cattle.

Locals said, BSF men dumped the body of Habib in the river after killing him. The body bore injury marks.

Friday 13 November 2009

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত?

চাঁপাইনবাবগঞ্জ অফিস ও শিবগঞ্জ প্রতিনিধি | তারিখ: ১২-১১-২০০৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বিপরীতে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাসেদ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে তাঁর বাড়ি। তবে স্থানীয় সূত্র দুজন নিহত হওয়ার কথা দাবি করেছে।

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) জানায়, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে চৌকা সীমান্তের বিপরীতে ভারতের প্রায় ২০০ গজ ভেতরে সুকদেবপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানদের গুলিতে বাসেদ নিহত হন। বিএসএফ সদস্যরা তাঁর লাশ নিয়ে যান। ঘটনার প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দিয়েছে বিডিআর।

চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর নজরুল ইসলাম প্রথমে সীমান্তের একজন বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্র দুজন নিহত ও দুজন আহত হওয়ার কথা দাবি করলেও বাকিদের নাম-পরিচয় জানাতে পারেনি।

Thursday 12 November 2009

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ অফিস | তারিখ: ১১-১১-২০০৯

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গতকাল মঙ্গলবার রাতে দুজন বাংলাদেশি নিহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম জানান, গতকাল রাত একটার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে ভারতের শুকদেবপুর বিএসএফ ক্যাম্পের জোয়ানদের গুলিতে দুজন বাংলাদেশি নিহত হয়েছে। তিনি আজ বুধবার দুপুরে জানান, লাশ দুটি বিএসএফের কাছে রয়েছে। তিনি তাদের পরিচয় জানাতে পারেননি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

Sunday 8 November 2009

কিশোরী নিহতের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ



কুড়িগ্রাম অফিস | তারিখ: ০৮-১১-২০০৯


কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কিশোরী নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।

বিডিআর সূত্র জানায়, গুলিবর্ষণ ও বাংলাদেশি কিশোরী নিহত হওয়ার ঘটনায় গতকাল শনিবার সকালে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় থেকে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ পাঠানো হয়। দুপুর পৌনে ১২টার দিকে চর নতুন বন্দর সীমান্ত এলাকায় বিডিআর ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে প্রায় ৩০ মিনিট স্থায়ী পতাকা বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিকেল চারটার দিকে একই এলাকায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আরেকটি পতাকা বৈঠক হয়। ওই বৈঠকে বিডিআরের পক্ষে জামালপুরের ৬ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মিজানুর রহমান এবং বিএসএফের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট এ কে সিদ্ধার্থ নেতৃত্ব দেন।

লে. কর্নেল মিজানুর রহমান জানান, বিএসএফ গুলিবর্ষণ ও বাংলাদেশি কিশোরী নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলেও তারা আশ্বাস দিয়েছে।

বিডিআর সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে রৌমারীর ভন্দুরচর সীমান্ত গ্রামের কালো দেওয়ানীর ঘাট এলাকায় ভারতের সাহাপাড়া বিওপির বিএসএফের একটি টহল দলের গুলিতে মঞ্জুয়ারা (১৩) নামের এক বাংলাদেশি কিশোরী নিহত হয়। এ ঘটনার পর বিএসএফ রাত ১০টা পর্যন্ত গুলি বর্ষণ করে। এ সময় আত্মরক্ষার্থে বাংলাদেশের হিজলামারী বিওপির বিডিআর দলও পাল্টা গুলি বর্ষণ করে। গুলিবর্ষণ বন্ধ হওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে বিডিআর ঘটনাস্থল থেকে মঞ্জুয়ারার লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কফিল উদ্দিন জানান, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। নিহত কিশোরী চর ফুলবাড়ী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

Saturday 7 November 2009

কুড়িগ্রামে রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরী নিহত

কুড়িগ্রাম অফিস | তারিখ: ০৭-১১-২০০৯


কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মঞ্জুয়ারা (১৩) নামের এক বাংলাদেশি কিশোরী নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সীমান্তের ভন্দুরচর গ্রামের কালো দেওয়ানীর ঘাট এলাকায় ওই ঘটনা ঘটে।

এ ঘটনার পর পর হিজলামারী বিওপির বিডিআর টহল দল ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। জামালপুর ৬ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সন্ধ্যা সাতটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মঞ্জুয়ারার লাশ ঘটনাস্থলে পড়ে ছিল এবং বিএসএফ সদস্যরা থেমে থেমে গুলিবর্ষণ করছিলেন। শতাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

ওই ঘটনার পর থেকে বিএসএফ তাদের শক্তিবৃদ্ধি করে। বিডিআরও ওই সময় সীমান্তজুড়ে শক্তিবৃদ্ধি করে সতর্ক অবস্থান নেয়। দুই পক্ষের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সীমান্তবর্তী ভন্দুরচর, কালো দেওয়ানীর ঘাট, উত্তর বারবান্দা ও চর ফুলবাড়ী গ্রামের হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের চলে যায়।

বিডিআর ও এলাকাবাসী সূত্রের ভাষ্যমতে, ভন্দুরচর গ্রামের তিন কিশোরী ১০৬৬ নম্বর মেইন পিলারের পার্শ্ববর্তী কালো দেওয়ানীর ঘাট এলাকায় জিরো লাইন-সংলগ্ন বাংলাদেশের একটি চরে গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কাশফুলের গাছ কাটতে যায়।

ওই সময় ভারতের সাহাপাড়া বিওপির বিএসএফের একটি টহল দল হঠাত্ তাদের লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। ওই সময় দুই কিশোরী পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ার হোসেন মুন্সীর মেয়ে মঞ্জুয়ারা বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

বিডিআর-বিএসএফ সম্মেলন : সীমান্তে অপরাধ বন্ধে সহযোগিতা বাড়াতে মতৈক্য



নিজস্ব প্রতিবেদক, সিলেট | তারিখ: ০৭-১১-২০০৯


সীমান্ত অপরাধ বন্ধে বাংলাদেশ ও ভারত সহযোগিতা আরও বাড়াতে একমত হয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও ‘বর্ডার কো-অর্ডিনেশন মিটিং’ অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার সিলেটে বিডিআর-বিএসএফের উপপরিচালক ও আইজি পর্যায়ে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শেষে এ ঘোষণা দেওয়া হয়। গত বুধবার সম্মেলনটি শুরু হয়েছিল।

সম্মেলনে বিডিআরের পক্ষে উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবাইদুল হকের নেতৃত্বে বিডিআরের পদস্থ কর্মকর্তা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। অপরদিকে বিএসএফের পক্ষে আইজি শ্রী এস কে মিশরার নেতৃত্বে ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএসএফ সদর দপ্তরের স্টাফ অফিসারসহ ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল সম্মেলনে যোগ দেয়।

আজ বিডিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় বিএসএফ ও ভারতীয় নাগরিক কর্তৃক গুলি, হত্যা, আহত করা, বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার, অপহরণ, সামরিক কাঁটাতারের বেড়া নির্মাণ, নেশাজাতীয় দ্রব্য ও মাদক চোরাচালান প্রতিরোধে উভয় পক্ষ সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকার ব্যাপারে একমত হয়েছে।

Friday 30 October 2009

বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক : সীমান্তে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখায় মতৈক্য




নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি ও বাঘাইছড়ি প্রতিনিধি | তারিখ: ৩০-১০-২০০৯


বাংলাদেশ ও ভারতের সীমান্তে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার রাঙামাটির বরকল উপজেলার বড়হরিণা ইউনিয়নের তবলাবাগ এলাকায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিডিআর ও বিএসএফ এ ব্যাপারে একমত হয়। বৈঠকে ট্রানজিট সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বড়হরিণা জোনের বিডিআরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গোলাম মওলা খন্দকার। বৈঠকে শেষে তিনি সাংবাদিকদের বলেন, এ এলাকা দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রানজিট সুবিধার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার। তিনি জানান, প্রায় ছয় মাস আগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ট্রানজিট সুবিধার বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে ভারতও একমত বলে তিনি জানান।
বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ১২০ ব্যাটালিয়নের স্টাফ অফিসার পি কে শর্মা।

মিয়ানমারে বিডিআর-নাসাকা পতাকা বৈঠক: আমাদের কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক ও টেকনাফ প্রতিনিধি জানান, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের পরিবেশ ও পরিস্থিতি যেকোনো মূল্যে শান্ত রাখতে দুই দেশ একমত হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে সমস্যা দেখা দিলে আলোচনার মাধ্যমে তা নিরসন করার ব্যাপারেও তারা মতৈক্যে পৌঁছায়। গতকাল সকালে মিয়ানমারের মংডু শহরে বিডিআর ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এই মতৈক্য হয়।

সূত্র জানায়, বৈঠকে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ, নাফনদী থেকে বাংলাদেশি জেলেদের অপহরণ, সীমান্ত চোরাচালান বন্ধ, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত-বাণিজ্যে আমদানি-রপ্তানি গতিশীল ও কারাগারে বন্দী বিনিময় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

Tuesday 27 October 2009

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ অফিস | তারিখ: ২৭-১০-২০০৯


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে গত রোববার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হবু মিয়া (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভোলামারি গ্রামে।

চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জায়েদ হোসেন জানান, হবু মিয়া রোববার রাত ১০টার দিকে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসার সময় বিএসএফের মালদহ জেলার নওদা ক্যাম্পের জোয়ানেরা গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিএসএফ তাঁর লাশ নিয়ে যায়। বিডিআরের পক্ষ থকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চাওয়া হয়েছে। তিনি গরু আনতে ভারত গেছেন বলে ধারণা করা হচ্ছে।

Monday 26 October 2009

বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ | তারিখ: ২৬-১০-২০০৯


ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা এলাকায় গতকাল রোববার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জহুরুল হক নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তৈয়ব আলী নামের আরও একজন আহত হন।

এলাকাবাসী জানায়, উপজেলার রায়পুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জহুরুল হক (২৫) এবং ছয়ঘরিয়া গ্রামের খোদাবক্স মণ্ডলের ছেলে তৈয়ব আলী (৩০) গত শনিবার গরু আনার জন্য ভারত যান। গতকাল ভোররাতে সামন্তা সীমান্তের কচুয়ারপোতা এলাকার ৫৭ নম্বর পিলারের কাছ দিয়ে তাঁরা গরু নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। এ সময় ভারতের চুয়াটিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জহুরুল হক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আর তৈয়ব আলী আহত হয়ে পালিয়ে ফিরে আসেন। বিএসএফ নিহত ব্যক্তির লাশ নিয়ে গেছে। যাদবপুর বিওপির কোম্পানি কমান্ডার আব্দুল মতিন বলেন, ‘বিএসএফ গুলি করে একজনকে হত্যার পর লাশ নিয়ে গেছে বলে আমরা শুনেছি। তবে এখনো তাঁর পরিচয় পাইনি।’

Tuesday 20 October 2009

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে নিহত ১

শিবগঞ্জ সীমান্তের ওপারে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা


চাঁপাইনবাবগঞ্জ অফিস, শিবগঞ্জ ও চুয়াডাঙ্গা প্রতিনিধি | তারিখ: ২০-১০-২০০৯


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে গতকাল সোমবার ভোরে গরুচোর সন্দেহে বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় লোকজন। এদিকে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে গত রোববার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

ভারতীয় লোকজনের পিটুনিতে নিহত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩৮)। বিএসএফের গুলিতে নিহত হয়েছেন জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আবদুল ওহাব মণ্ডলের ছেলে সুলতান আহম্মেদ ওরফে টিপু (৪০)।

চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জায়েদ হোসেন জানান, গতকাল ভোর পাঁচটার দিকে রফিক গরু আনার জন্য শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তের ১৮৩/২ এফ পিলারের কাছ দিয়ে ভারতে ঢোকেন। কিন্তু গরুচোর সন্দেহে সুলতানপুর এলাকার লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিডিআর সুলতানপুর বিএসএফ ক্যাম্পে পত্র পাঠিয়েছে।

ভারতে ময়নাতদন্ত শেষে রফিকের মরদেহ সীমান্তে তাঁর স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত রফিকের লাশ ফেরত দেওয়ার খবর পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গার বিডিআর ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সুলতান রোববার রাত সাড়ে ১১টার দিকে ভারত থেকে গরু আনতে জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর মেইন পিলার ও এক নম্বর সাব-পিলারের মধ্যবর্তী স্থানে যান। এ সময় বিএসএফের টুঙ্গী ক্যাম্পের সদস্যরা তাঁকে লক্ষ্য করে ছয়টি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সুলতান নিহত হন। বিএসএফ সুলতানের লাশ গতকাল দুপুর ১২টার দিকে টুঙ্গী ক্যাম্পে নিয়ে যায়।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ও লাশ ফেরত চেয়ে বিডিআরের পক্ষ থেকে বিএসএফকে পত্র পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সুলতান আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


ঠাকুরগাঁও প্রতিনিধি | তারিখ: ১৯-১০-২০০৯

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে গতকাল রোববার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম বদির হোসেন (৪৫)। তাঁর বাড়ি জেলার রানীশংকৈল উপজেলার কালিগাঁও গ্রামে।

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিডিআর) সূত্র জানায়, বদির হোসেন গতকাল ভোরে হরিপুর উপজেলার বশালগাঁও সীমান্তের ৩৪৯ (৩) নম্বর পিলারের কাছে গেলে ভারতের কয়লাডাঙ্গী ক্যাম্পের বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই বদির হোসেনের মৃত্যু হয়। বিএসএফ তাঁর লাশ টেনে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

Friday 16 October 2009

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ অফিস ও মেহেরপুর প্রতিনিধি | তারিখ: ১৬-১০-২০০৯


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও মেহেরপুর সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গত বুধবার দিবাগত রাতে দুই বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন।

শিবগঞ্জে নিহত আবদুর রহিম একজন গরু ব্যবসায়ী। তাঁর বাড়ি শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামে। মেহেরপুরে নিহত ব্যক্তির নাম আনন্দ কুমার বিশ্বাস (৪০)। আহত ব্যক্তির নাম মানিক কুমার সাহা (৪৫)। তাঁদের দুজনের বাড়ি ঝিনাইদহ জেলায়।

চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম জানান, আবদুর রহিম রাত দেড়টার দিকে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের শিংনগর সীমান্তের ১৭০-এর সাবপিলার-১ এলাকা দিয়ে ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করেন। ওই সময় ভারতের মালদহ জেলার দৌলতপুর ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ভোরে বিডিআর সদস্যরা লাশ উদ্ধার করে।

মেজর নজরুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিডিআরের পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সারওয়ার রহমান জানান, আবদুর রহিমের নিহত হওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুরে বিডিআর ও গ্রামবাসী সূত্র জানায়, রাত ১০টার দিকে আনন্দ ও মানিক সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের ১১৬ মেইন পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে আত্মীয়ের বাড়ি যাওয়ার চেষ্টা করেন। এ সময় ভারতের করিমপুর থানার নাটনা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের ওপর গুলি চালায়। এতে আনন্দর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয় মানিক। বিএসএফ সদস্যরা পরে আনন্দর লাশ ও মানিককে ধরে ভারতে নিয়ে যায়।

বিডিআরের কুষ্টিয়ার মিরপুর সেক্টর কমান্ডার লে. কর্নেল সাঈদ জানান, বুড়িপোতা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি হতাহত হলেও এর কারণ এখনো জানা যায়নি। হতাহত ব্যক্তিদের উদ্ধারের জন্য গতকাল দুপুরে বুড়িপোতা সীমান্তে বিডিআর ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। সভায় বিডিআর সীমান্তে গুলির ঘটনার প্রতিবাদ জানায়।

Thursday 15 October 2009

BSF man faces trial for killing three Bangladeshis

Our Correspondent, Thakurgaon

Trial of a member of Indian Border Security Force (BSF) has begun for killing three innocent Bangladeshis by crossing the border in Tentulia upazila of Panchagarh district on November 16 last year.

The accused, BSF jawan RP Singh is being tried as per departmental rules, BSF sources said.

On Monday, two Bangladeshi doctors -- Dr Abdul Qaiyum, head of the Department of Surgery of Rangpur Medical College Hospital and Dr Baharam Ali, resident medical officer of Panchagarh Sadar Hospital -- went to Phulbari BSF camp through Banglabandha border and gave their statements before the trial court.

The two doctors gave treatment to the injured including RP Singh, who was caught by the villagers during the incident, and conducted autopsy of the killed persons.

Acting Commander of 25 Rifles Battalion Major Mozaffar Rahman, Tentulia Upazila Nirbahi Officer Monjur Alam and Operations Officer of 25 Rifles Battalion Captain Hasibul Hossain Nobi also went to Phulbari camp with the doctors.

The same court on Saturday took statement of Sub-Inspector Abdul Latif, who was working at Tentulia Police Station during November 16 killings by BSF. Latif rescued RP Singh from villagers and rushed him to Panchagarh Sadar Hospital for treatment.

Eight to 10 drunken BSF personnel including RP Singh from Nayabari camp in India entered Mynaguri village of Tentulia near Majipara border on November 16 night and ransacked several houses.

When villagers protested, the BSF men entered the house of Shahidul Islam and fired indiscriminately, killing three people including a minor boy and injuring another person.

Villagers then caught RP Singh and gave him a good beating. He was handed over to BSF through a sector commander-level meeting several days later.

Following the incidents, the BSF authorities formed the six-member court headed by a deputy inspector general

Tuesday 13 October 2009

পঞ্চগড়ে তিন বাংলাদেশিকে হত্যা : অভিযুক্ত বিএসএফ সদস্যের বিচার চলছে, দুই বাংলাদেশির সাক্ষ্য গ্রহণ

পঞ্চগড় প্রতিনিধি | তারিখ: ১৩-১০-২০০৯


পঞ্চগড়ে ঢুকে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত বিএসএফের সদস্য আর পি সিংয়ের বিচার চলছে ওই বাহিনীর নিজস্ব আইনে। ভারতের ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের আদালতে গতকাল সোমবার বাংলাদেশের দুজন চিকিত্সকের সাক্ষ্য নেওয়া হয়েছে।

পঞ্চগড় সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক বাহারাম আলী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান আব্দুল কাইয়ুম গতকাল বিএসএফের আদালতে সাক্ষ্য দেন। তাঁরা গতকাল সকালে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পে যান। এ দুই চিকিত্সক বিএসএফের সদস্য আর পি সিং ও অন্য আহতদের চিকিত্সাসেবা দিয়েছিলেন এবং নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত করেছিলেন।

পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ টি এম মোজাফফর রহমান, একই ব্যাটালিয়নের ক্যাপ্টেন হাসিবুল হোসেন নবী ও তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম প্রধানও গতকাল ওই চিকিত্সকদের সঙ্গে ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পে যান।

ফুলবাড়ী ক্যাম্প থেকে ফিরে দুপুরে মেজর মোজাফফর বাংলাবান্ধা জিরো লাইনে অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, ‘সাক্ষ্য গ্রহণ চলছে। আশা করছি আমরা ন্যায়বিচার পাব। আমরা বাংলাদেশি হতাহতের ঘটনায় ক্ষতিপূরণ চেয়েছি।’ তিনি জানান, বিএসএফের একজন উপমহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে বিচার শুরু হয়েছে। এ আদালতে আরও আছেন তিনজন কমান্ড্যান্ট পদমর্যাদার কর্মকর্তা।

এর আগে গত শনিবার তেঁতুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ ফুলবাড়ী ক্যাম্পে গিয়ে আদালতে সাক্ষ্য দেন। তিনি ঘটনার দিন আর পি সিংকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

গত বছরের ১৬ নভেম্বর রাতে ভারতের নয়াবাড়ী বিএসএফ ক্যাম্পের জওয়ান আর পি সিং মদ্যপ অবস্থায় বাংলাদেশে ঢুকে তেঁতুলিয়ার মাঝিপাড়া সীমান্তবর্তী ময়নাকুড়ি গ্রামের বাসিন্দাদের ওপর অতর্কিত গুলিবর্ষণ করেন। এতে ঘটনাস্থলেই ওই গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী মাজেদা বেগম (২৫) এবং এক বছর বয়সী মামুন নিহত হয়। গুলিবিদ্ধ শহীদুল ইসলাম (৩৮) ও গোলাম মোস্তফাকে (৫৫) তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মোস্তফা মারা যান। গ্রামবাসী অস্ত্রসহ বিএসএফের সদস্য আরপি সিংকে আটক করে।

১৭ নভেম্বর সকালে মাঝিপাড়া সীমান্তে বিডিআর-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কিষানগঞ্জ বিএসএফের উপমহাপরিদর্শক (ডিআইজি) আর চন্দ্র মোহন বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। এ ঘটনার যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বিডিআর ১৭ নভেম্বর রাতে আর পি সিংকে বিএসএফের কাছে হস্তান্তর করে।

ওই রাতে বিএসএফ সদস্যের গুলিতে আহত হন এবং স্ত্রী ও পুত্র হারান ময়নাকুড়ি গ্রামের শহিদুল ইসলাম। গতকাল তিনি বলেন, ‘স্ত্রী-পুত্রকে হত্যার বিচার ও ক্ষতিপূরণ চাই।’ দীর্ঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নিয়ে সুস্থ হলেও কাজ করতে পারছেন না বলে জানন তিনি।

নিহত মোস্তফার ছেলে শাকিল হোসেনও (২১) বাবা হত্যার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

Sunday 4 October 2009

বিএসএফের গুলিতে বাংলাদেশি শিশু আহত




কুড়িগ্রাম অফিস | তারিখ: ০৪-১০-২০০৯


কুড়িগ্রামের রৌমারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রুমি আকতার (১১) নামের এক বাংলাদেশি কিশোরী আহত হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে নওদাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে সে রৌমারি উপজেলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। রুমি আকতার নূরপুর মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী।

বিডিআর ও স্থানীয় সূত্রে জানা যায়, রুমি দুপুর ১২টার দিকে ছাগল বাধার জন্য সীমান্তের কাছাকাছি চলে যায়। এ সময় বিএসএফের শাহপাড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোঁড়ে। সে সময় রুমি আহত হয়।

এ প্রসঙ্গে রৌমারি বিডিআরের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কালাম এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি এ সংক্রান্ত একটি প্রতিবাদ বার্তা শাহপাড়া বিএসএফ ক্যাম্পে পাঠিয়েছেন বলে জানা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফের তরফ থেকে এই প্রতিবাদ বার্তার কোনো জবাব দেওয়া হয়নি।

Wednesday 30 September 2009

কাঁটাতারের বেড়া নির্মাণ ফুলবাড়ী সীমান্তে উত্তেজনা

কুড়িগ্রাম অফিস | তারিখ: ২৯-০৯-২০০৯


কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার খালিসাকোটাল সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। বিডিআরের প্রতিবাদের মুখে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখলেও নির্মাণসামগ্রী সরিয়ে নেয়নি।

বিডিআর সূত্র ও সীমান্তবাসী জানায়, রোববার সকাল সাড়ে নয়টার দিকে বিএসএফ খালিসাকোটাল সীমান্তের ৯৩৪ থেকে ৯৩৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের দেড় কিলোমিটার এলাকার নো ম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে।

এ ঘটনার প্রতিবাদে বিডিআরের শিমুলবাড়ী সীমান্ত ফাঁড়ির পক্ষ থেকে বিএসএফের নটকোবাড়ী ক্যাম্পে কড়া প্রতিবাদ জানানো হয়। দুপুর দুইটার দিকে উভয় পক্ষের মধ্যে পতাকা-বৈঠক হয়। বৈঠকে বিএসএফ নো ম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে না বলে প্রতিশ্রুতি দেয়। সীমান্তে বিডিআর ও বিএসএফ টহল জোরদার করেছে।

Saturday 19 September 2009

লাশ ফেরত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | তারিখ: ১৯-০৯-২০০৯



দিনাজপুরের ফুলবাড়ীর ভাইগড় সীমান্তে নিহত গরু ব্যবসায়ী আজিজার রহমানের (৩৫) লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার রাতে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজু মিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করেন ভারতের হিলি থানার এসআই শান্তনু কোয়াড়।

Friday 18 September 2009

পঞ্চগড় ও দিনাজপুরে বিএসএফের গুলিতে দুজন নিহত

দিনাজপুর অফিস ও পঞ্চগড় প্রতিনিধি | তারিখ: ১৮-০৯-২০০৯


পঞ্চগড়ের তেঁতুলিয়া ও দিনাজপুরের বিরামপুর উপজেলা সীমান্তে গতকাল বৃহস্পতিবার ও বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দিনাজপুরে নিহত হন এক বাংলাদেশি এবং পঞ্চগড়ে নিহত হন এক ভারতীয় নাগরিক।

নিহত ব্যক্তিদ্বয় হলেন বিরামপুরের জোতবানী ইউনিয়নের ভাইগড় নিশিবাপুর গ্রামের গরু ব্যবসায়ী মো. আজিজার রহমান (৩৫) ও ভারতীয় নাগরিক জাহিদুল ইসলাম (৪৩)। জাহিদুলের বাড়ি সীমান্তবর্তী দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থানার মুড়িখাওয়া গ্রামে।

তেঁতুলিয়া সীমান্তের বিডিআর ও সীমান্ত এলাকার লোকজন সূত্রে জানা গেছে, ইফতারের ঠিক আগমুহূর্তে সীমান্তের ৪৪২-এর ১০ নম্বর সাব পিলারসংলগ্ন তেঁতুলিয়া পুরাতন বাজারকে লক্ষ্য করে ভারতের হাফতিয়াগছ বিএসএফ ফাঁড়ির সদস্যরা হঠাত্ গুলিবর্ষণ করেন। এতে পুরাতন বাজার, জিয়ানগর, মোমিনপাড়া, ছিদ্দিকনগরসহ কয়েকটি গ্রামের লোকজন আতঙ্কে ছোটাছুটি করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

অতর্কিত গুলিবর্ষণের সময় ভারতের মুড়িখাওয়া গ্রামের জাহিদুল সীমান্তের শেষ সীমায় কাজ করছিলেন। গুলির শব্দ শুনে তিনি ভয়ে তেঁতুলিয়ার গ্রামের দিকে আসার চেষ্টা করেন। এতে তাঁর পিঠ ও বাহুতে গুলি লাগে। খবর পেয়ে বিডিআর সদস্যরা ওই এলাকায় গিয়ে সতর্ক অবস্থান নেন। তেঁতুলিয়ার লোকজন ও বিডিআর সদস্যরা জাহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রাত প্রায় সোয়া আটটার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।

বিডিআরের তেঁতুলিয়া কোম্পানি কমান্ডার আব্দুল জব্বার বলেন, বিএসএফ বাংলাদেশি গ্রাম লক্ষ্য করে ৩০টির মতো গুলি বর্ষণ করে। তবে একাধিক গ্রামবাসীর দাবি, বিএসএফ সদস্যরা প্রায় আধাঘণ্টা ধরে শতাধিক গুলি বর্ষণ করে।

দিনাজপুরের ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম জানান, বুধবার রাতে ভারতের ভীমপুর ক্যাম্পের ৫৭ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা বিরামপুরে তাঁদের ভাইগড় ক্যাম্প থেকে প্রায় ২০০ গজ দূরে ২৯১ মেইন পিলারের ২৭ নম্বর সাব পিলারের কাছে গরু ব্যবসায়ী আজিজারকে লক্ষ্য করে ছয়টি গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই আজিজারের মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা আজিজারের মরদেহ নিয়ে যান।

Tuesday 15 September 2009

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

দিনাজপুর অফিস ও ফুলবাড়ী প্রতিনিধি | তারিখ: ১৫-০৯-২০০৯



দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সীমান্তের ওপারে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার জলপাইতলী বিওপি ক্যাম্পের কাছে শিবপুর চৌধুরীপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ফুলবাড়ীর এলুয়াড়ি গ্রামের রুহুল আমীন (২৮) ও চিরিরবন্দর উপজেলার শাহাপুর কামারপুর গ্রামের মহসীন মিয়া (১৮)।

ফুলবাড়ী ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম জানান, ভারতের বাসন্তীপুর ৬৯ ক্যাম্পের বিএসএফ সদস্যরা জলপাইতলী বিওপি ক্যাম্পের ২০০ গজ পশ্চিমে ৩০৪/১৬-আর পিলারের কাছে দুই ব্যক্তিকে লক্ষ্য করে ২০টি গুলি ছোড়েন। এতে ওই দুই বাংলাদেশি নিহত হন। লাশ দুটি ভারতের সামজিয়া ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। তিনি আরও জানান, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লাশ ফেরতের জন্য পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। বিএসএফ দাবি করেছে, নিহত দুই ব্যক্তি ফেনসিডিল ব্যবসায়ী।

ফুলবাড়ীর এলুয়াড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবিউল ইসলাম নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেন।
গত শনিবার দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার সুন্দুরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন।

Sunday 13 September 2009

BSF kills 2 in Dinajpur

Star online Report



Indian Border Security Force (BSF) today gunned down two Bangladeshi nationals on Shundra border in Dinajpur Sadar upazila.

The deceased were identified as Ashraful Islam, 40, son of Fazar Ali of Jhulkagram village, and Mohammad Aminul Islam, 30, son of Mokshed Ali of Jaygirpara village in the upazila, our Dinajpur correspondent reports.

The Bangladesh Rifles (BDR) sources said the BSF troops fired shots while they reached near India-Bangladesh border in Shundra border out post (BOP) at 4:30am this morning, killing them on the spot.

Later, BSF also took away the bodies into Indian territory.

The victim's family sources said they were returning home after visiting their relatives near Hamjapur of south Dinajpur in India.

BDR officials of Dinajpur-2 Battalion admitted the incident and said they lodged a strong protest for the killings and sought cooperation from their counterpart so that a calm situation prevails on the India-Bangladesh border.

BDR also urged the BSF to return the bodies.

A tension situation has been prevailing on the bordering areas following the killings.

Saturday 12 September 2009

BSF kills 2 in Dinajpur



Indian Border Security Force (BSF) today gunned down two Bangladeshi nationals on Shundra border in Dinajpur Sadar upazila.

The deceased were identified as Ashraful Islam, 40, son of Fazar Ali of Jhulkagram village, and Mohammad Aminul Islam, 30, son of Mokshed Ali of Jaygirpara village in the upazila, our Dinajpur correspondent reports.

The Bangladesh Rifles (BDR) sources said the BSF troops fired shots while they reached near India-Bangladesh border in Shundra border out post (BOP) at 4:30am this morning, killing them on the spot.

Later, BSF also took away the bodies into Indian territory.

The victim's family sources said they were returning home after visiting their relatives near Hamjapur of south Dinajpur in India.

BDR officials of Dinajpur-2 Battalion admitted the incident and said they lodged a strong protest for the killings and sought cooperation from their counterpart so that a calm situation prevails on the India-Bangladesh border.

BDR also urged the BSF to return the bodies.

A tension situation has been prevailing on the bordering areas following the killings.

বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি | তারিখ: ১২-০৯-২০০৯


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িমারী ঝালঙ্গী সীমান্তে গত বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম ওলিয়ার রহমান (২২)। তিনি ওই ইউনিয়নের প্রধান পাড়া এলাকার হোদেল মুহাম্মদের ছেলে।

বিডিআর ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের অধীন তিন নম্বর সাব-পিলারের মাঝামাঝি জায়গা দিয়ে একদল গরু ব্যবসায়ী ভারত থেকে গরু আনছিল। এ সময় ভারতীয় চেংড়াবান্ধা ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি চালান। গুলিতে গরু পারাপার দেখতে যাওয়া যুবক ওলিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। বিএসএফ সদস্যরা টেনে-হিঁচড়ে তাঁর লাশ ভারতে নিয়ে যান।

বুড়িমারী সীমান্ত ফাঁড়ির (বিওপি) কমান্ডার নায়েক সুবেদার রুহুল আমিন প্রথম আলোকে বলেন, যুবক নিহত হওয়ার ঘটনায় বুড়িমারী বিওপির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে ভারতীয় চেংড়াবান্ধা বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে চেংড়াবান্ধা জিরো পয়েন্টে বুড়িমারী বিওপির কমান্ডার নায়েক সুবেদার রুহুল আমিনসহ অন্যান্যের উপস্থিতিতে বিএসএফ ওলিয়ার রহমানের লাশ পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

Thursday 10 September 2009

BSF kills 1

Our Correspondent, Chapainawabganj

Indian Border Security Force (BSF) gunned down a Bangladeshi cattle trader along Poladanga border of Sadar upazila yesterday morning.

The dead was identified as Monir Hossain, 24, son of Entaj Ali of Kodalkathi village of sadar upazila.

Major Nazrul Islam, operation officer of 39 Rifles Battalion of BDR, said the BSF troops from DMC outpost of Murshidabad in India opened fire on some Bangladeshi cattle traders while they were entering Bangladesh with their cattle at about 5:00am.

The firing killed Monir on the spot, he said.

BSF took away the body after the incident.

BDR sent letters to its counterpart protesting the killing and demanding immediate return of the body.

Tuesday 1 September 2009

BSF kills 2

Star Report

Indian Border Security Force (BSF) killed two Bangladeshi nationals at Meherpur and Benapole on Sunday and yesterday.

The victims are Ershad Ali alias Engine, 32, a cattle trader of Khalshi village in Benapole, and Sariful Islam, 30, of Ishakhali village in Meherpur.

BSF troops of Angrai camp caught Ershad Ali yesterday at Benapole when he was returning from Bongaon and beat him up and tortured with electric shock that left him dead, BDR sources said.

BDR later recovered the body.

In another incident, BSF shot Sariful Islam dead at Ishakhali border on Sunday. BSF took away the body after the incident.

BSF informed BDR of the incident Sunday night.

A BSF team of Taipur camp at Tehatta thana in Murshidabad opened fire on him when he was crossing the border about 4:30am, BDR sources said.

BSF kills 1 in Benapole

UNB, Benapole

Indian Border Security Force (BSF) killed a Bangladeshi cattle trader at Putkhali border in Benapole early today.

BDR sources said BSF troops of Angrai camp chased and caught Ershad Ali, 32, while he was returning home from India.

The Indian border guards then beat him and tortured him with electric shock, leaving him dead on the spot.

The body of Ershad, resident of Khalshi village in Benapole port thana, was left at no man’s land from where BDR recovered it.

Sunday 9 August 2009

বিএসএফের গুলিতে পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি নিহত




লালমনিরহাট ও পাটগ্রাম প্রতিনিধি | তারিখ: ০৮-০৮-২০০৯

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে গত বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মইনুল ইসলাম (২৫)।
বিডিআর ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে মইনুল বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৮৪৩-এর কাছে গেলে বিএসএফ সদস্যরা বিনা উসকানিতে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বিডিআরের বুড়িমারী বিওপির কমান্ডার সুবেদার রুহুল আমিন প্রথম আলোকে জানান, ওই দিনই রাত আটটার দিকে বিএসএফ মইনুলের লাশ বুড়িমারী জিরো পয়েন্টে ফেরত দিয়েছে।

Wednesday 5 August 2009

শিবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ অফিস ও শিবগঞ্জ প্রতিনিধি | তারিখ: ০৫-০৮-২০০৯


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের ওপারে গত সোমবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: মতিউর রহমান (২৬) ও সুবেদ আলী (২৭)। তাঁরা তেলকুপি গ্রামের বাসিন্দা।

বিডিআর সূত্র জানায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে মতিউর ও সুবেদ ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন। এ সময় তেলকুপি সীমান্তের ১৪০ নম্বর প্রধান পিলারের ১ ও ২ নম্বর সাব-পিলারের মধ্যবর্তী এলাকায় ভারতীয় অংশে বিএসএফের ঘোষপাড়া ক্যাম্পের জওয়ানেরা গুলি করলে মতিউর ও সুবেদ ঘটনাস্থলেই নিহত হন। বিএসএফ তাঁদের লাশ ফেরত দেয়নি। নিহত দুজনেই গরু চোরাচালানি বলে জানিয়েছে বিডিআর।

চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে।

Tuesday 4 August 2009

BSF kills 2 in C'nawabganj

Star Online Report

Two Bangladeshi nationals were gunned down by Indian Border Security Force (BSF) on Telputi border in Shibganj upazila of Chapainawabganj early today.

BDR sources said BSF men opened fire on Matiur Rahman, 25, and M Subed Ali, 27, near pillar no 180 at around 3:00am, leaving them dead on the spot.

Later, the BSF troops took away the bodies to their territory, reports our Chapainawabganj correspondent.

ঝিনাইদহ সীমান্তে অপহূত বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ | তারিখ: ০৩-০৮-২০০৯

ঝিনাইদহের বাঘাডাঙ্গা সীমান্ত থেকে অপহূত বাংলাদেশি যুবককে তিন দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার সকালে বিএসএফ তাঁকে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) কাছে হস্তান্তর করে।
গ্রামবাসী জানায়, বাঘাডাঙ্গা গ্রামের আকবর আলীর ছেলে আলমগীর হোসেন (২৬) শুক্রবার বিকেলে সীমান্তবর্তী মাঠে কাজ করতে যান। এ সময় ভারতের রামনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে বাংলাদেশ ভূখণ্ডের মধ্য থেকে তুলে নিয়ে যান। ওই দিন রাতেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অপহূত যুবককে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি পাঠায় বিডিআর। পরদিন সকালে মহেশপুর সীমান্তের জিনজিরাপাড়ায় ৬০ নম্বর পিলারের কাছে বিডিআর-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। কিন্তু বিএসএফ অপহূত যুবক সম্পর্কে কিছু জানে না বলে জানায়।

বিডিআরের কুসুমপুর কোম্পানি কমান্ডার দীন মোহাম্মদ জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফ আলমগীরকে তাদের কাছে ফেরত দিয়েছে। এরপর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে শনিবার রাতে বাঘাডাঙ্গা সীমান্তে ভারতীয় ভূখণ্ডে গোলাগুলির শব্দ পেয়েছে গ্রামবাসী। সীমান্তের খোশালপুর গ্রামের আনোয়ার হোসেন জানান, তিনি প্রায় ৫০টি গুলির শব্দ শুনেছেন। বিডিআরের পক্ষ থেকেও তাদের সীমান্তে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

তবে রাতে গুলির ঘটনা সম্পর্কে বিডিআরের পক্ষ থেকে জানতে চাওয়া হলে বিএসএফ জানায়, সীমান্তবর্তী গ্রামের লোকজন পটকা ফুটিয়েছে।

Saturday 1 August 2009

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি | তারিখ: ০১-০৮-২০০৯


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নিমতলা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিজান (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
লিজান চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

Wednesday 22 July 2009

বিএসএফের গুলিতে পাঁচবিবি সীমান্তে বাংলাদেশি নিহত




পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি | তারিখ: ২২-০৭-২০০৯


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দুইল সীমান্তে গত সোমবার রাত ১০টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিডিআর ও পুলিশ সূত্রে জানা গেছে, ধরঞ্জী ইউনিয়নের নন্দুইল গ্রামের হাবিল ওরফে হাবুত (৩২) রাত ১০টার দিকে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। এ সময় মথুরাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা হাবিলকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হাবিল বাংলাদেশে প্রবেশের পর ২৭৯ মেইন পিলারের ১৪ নম্বর সাব-পিলারের কাছে মারা যান। বিডিআর সদস্যরা তাঁর লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।

বিডিআররের জয়পুরহাট ৩ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল রকিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

Thursday 16 July 2009

BSF kills cattle trader

Unb, Rangpur

Indian Border Security Force (BSF) yesterday shot dead a Bangladeshi cattle trader on Bhurungamari border.

The deceased was identified as Anwar Hossain, 35, hailed from Dhaldanga village.

The body of Anwar, thrown into the river after killing, was rescued from under the Pateshwari Bridge.

Police said the body bore mark of bullet wound close to his left eye.

Tuesday 14 July 2009

BSF firings kill 2 more Bangladeshis

Our Correspondents, Dinajpur and Kushtia

Indian Border Security Force yesterday killed two Bangladeshis--a farmer and a cattle trader-- on the borders of Dinajpur and Chuadanga.

The deceased were identified as Yakub Ali, 27, son of Mohiz Ali of South Daudpur in Birampur upazila of Dinajpur and Badruzzaman, 40, son of Safiuddin of Nastipur in Damurhuda upazila of Chuadanga.

BSF troops from 57 Gobindapur camp opened fire on Yakub, while he was working in the field about 100 metres inside Bangladesh border at Daudpur around 10:30am, leaving him critically injured, BDR officials of 40 Battalion at Phulbari said quoting witnesses.

Yakub was rushed to Birampur Upazila Health Complex and died at about 11:55am, BDR sources added.

After the incident, the villagers burst into protest but the BDR men at Daudpur border outpost restrained the villagers.

BDR officials protested the unprovoked firing of BSF.

In another incident, BSF troops from Gobindapur camp of Nadia district opened fire on three Bangladeshi cattle traders when they were returning home through the Baradi border point of Chuadanga at about 5:00am, BDR sources said.

The shooting left Bodruzzaman dead on the spot, while two others escaped unhurt.

BSF members took away the body, sources said.

BDR of 35-rifles battalion sent letters to its counterpart protesting the killing and demanding immediate return of the body.

The killing took place at a time when the BDR-BSF summit meeting is in progress in Dhaka.

Monday 13 July 2009

BSF to be asked to stop killing

DG-level talks with BDR begin in Dhaka | Staff Correspondent

Bangladesh and India kicked off a border conference at the Bangladesh Rifles (BDR) headquarters yesterday morning, while two Bangladeshis were shot dead by Indian Border Security Force (BSF) at Chuadanga and Dinajpur frontiers.

At the three-day director general level conference between BDR and BSF, Dhaka will raise the issue of killings, wounding, and torture of unarmed Bangladeshi nationals by BSF and Indian civilians at the border.

"Once again we will request our counterpart to take measures and stop such killings and the firings," a senior BDR official told The Daily Star last night.

Four other Bangladeshis were also killed on Thursday in separate incidents of BSF firings at the border.

According to Odhikar, a human rights organisation, 50 Bangladeshis were killed by BSF firings at the border in the past six months.

An 18-member Indian delegation led by BSF Director General ML Kumawat arrived in Dhaka on Saturday afternoon for the conference, where a 22-member Bangladeshi delegation is being led by BDR DG Maj Gen Md Mainul Islam.

Discussions on strengthening joint patrols and preventing trans-border smuggling, especially of narcotics, will figure prominently at the conference. Both sides will try to strengthen the relationship through various programmes.

Bangladesh will also raise the issue of pushing in Bangla speaking Indians into Bangladesh.

Erection of fences, road construction, and excavations within 150 yards of the border line by India in the name of defence strategy, will also come into discussion, according to the discussion agenda of BDR.

Facilitating development works for prevention of land erosion by rivers is also included in the agenda.

The BSF agenda sent to BDR, emphasise on joint efforts for preventing human trafficking, and extended cooperation in curbing trans-border crimes.

India will also seek Bangladesh's cooperation in construction of its border fence, and in facilitating development works along the border.

"Joint efforts to prevent trans-border crimes like smuggling of narcotics, and formulation of a joint border management plan will also be featured in the discussion," added the BSF agenda.

A statement issued by BDR also said a joint records of discussion (JRD) will be signed by both sides on July 14.

Thursday 9 July 2009

BSF kills 3 in Benapole

UNB, Benapole

Three cattle traders were shot dead by Indian Border Security Force (BSF) along Panchbhulat border in Benapole this morning.

The deceased were identified as Ahmed Ali, 24, Sabuj, 18, and Saddam Hossain, 22, all hailed from Panchbhulat village.

BDR sources said when the three cattle traders were returning home from India along with cattle BSF troops of Barnabaria camp opened fire on them, leaving them dead on the spot at about 4:00am.

BSF troops later took away the bodies to their camp.

A tense situation has been prevailing in the border areas following the incident.

Friday 19 June 2009

BSF kills 1

A Correspondent, Lalmonirhat

Indian Border Security Force (BSF) shot dead a Bangladeshi cattle trader at Burimari out post of Patgram upazila in Lalmonirhat district near the main pillar no 842 early yesterday.

The deceased was identified as Selim Islam, 35, son of Shah Alam of Islampur Dangapara village in Patgram upazila.

BSF troops of 79 Changrabandha camp opened fire on Selim while he was entering into Bangladesh from India along with cattle at about 4:00 am, killing him on the spot, according to the BDR sources.

BSF men also took away his body.

BDR sent letters to its Indian counterpart protesting the killing and demanding return of the body, said Subedar Ruhul Amin, company commander of Burimari BDR camp.

When contacted, Lt Col Golam Ambiya Mohammad Abu Saleh, commanding officer of 31 Rifles Battalion in Lalmonirhat, confirmed the killing.

Wednesday 20 May 2009

BSF kills 2

Our Correspondent, Kurigram

Indian Border Security Force (BSF) shot two Bangladeshi men dead and critically injured two cattle traders in two separate incidents near Kurigram and Chapainawabganj borders early yesterday.

The deceased were Ayub Ali, 35, and Amir Islam, 28, sons of late Nur Mohammad of South Algar Char under Raumari upazila in Kurigram. The injured were Abdul Jalil, 28, and Abdul Kader, 32, of Chanshikari under Bholahat upazila in Chapainawabganj.

Our Kurigram correspondent reports: BDR and locals said the two brothers--Ayub Ali and Amir Islam--went to the nearest border from their house around 12:15am. On spotting them, BSF fired at least 11 rounds leaving the two spot dead on no-man's-land. BSF later dragged the body into their territory, they added.

Baliamari BOP Company Commander of BDR sent a protest letter to BSF around 6:00am asking them to return the bodies. A flag meeting between BDR and BSF was held at Algar Char border no-mans area where the police of both countries were present. In the meeting the BDR Company Commander Subedar Jalal Uddin represented Bangladesh and BSF Deputy Commander of 1 Battalion KM Mukherjee represented India.

The BDR Company Commander told The Daily Star that the Indian police returned the bodies to our police in presence of BSF and BDR personnel. The Raumari police handed over the bodies to the victims' younger brother Azizul Haque around 4:00 pm, he added.

Our Chapainawabganj correspondent reports: Two cattle traders--Abdul Jalil and Abdul Kader-- were injured as BSF of Indian Krishnapur camp opened fire around 4:00am yesterday.

The victims were admitted to Rajshahi Medical College Hospital in a critical condition.

Acting commanding officer Major Aftab Uddin of Naogaon 43 Rifles Battalion said BSF members of Krishnapur camp fired at least 14 rounds on the men as they entered Bangladesh territory with cattle around 4:00am. They sustained bullet wounds and later were rescued and sent to hospital by the locals, he added.

BDR strongly protested the incident.

Sunday 3 May 2009

BSF kills 2

Star Report

Indian Border Security Force (BSF) killed two Bangladeshis on the borders of Satkhira and Lalmonirhat on Friday.

Our Satkhira correspondent reports: The BSF shot dead a Bangladeshi cattle trader early Friday on the Khalisha border.

The deceased was identified as Khalilur Rahman, 35, son of Ekramul Haque of Boalia in Kalaroa upazila.

BSF men of Khalisha camp under Swarupnagar Police Station of India opened fire on some cattle traders while they were trying to enter India with their cattle near Khalisha leaving Khalilur dead on the spot, locals said.

BSF men took away the body, sources said. When contacted Lieutenant Colonel Iqbal Azim, commanding officer of 41 rifles battalion, confirmed the news.

Our Lalmonirhat correspondent adds: BSF men killed a Bangladeshi fisherman at Daikhowa of Hatibandha upazila in Lalmonirhat near the main pillar No 903 Friday morning.

BSF took away the body to India. The victim was identified as Rashedul Islam, 30, son of Akhter Hossain of Daikhowa.

As Rashedul went to Maldah Chhora river which is located within Bangladesh territory near the main pillar No 903 in the morning to catch fish, BSF members on patrol of Lal Bazar camp of 46 No BSF Battalion opened fire on him leaving him dead on the spot.

The BSF members took away the body to India, BDR and local sources said.

Bangladesh Rifles (BDR) of Daikhowa BOP company camp sent a protest letter to Indian Lal Bazar camp BSF the same day. The letter demanded immediate handover of the body to BDR.

Referring to the BSF reply BDR said the body would be handed over to BDR after completion of its post-mortem in India.

Commanding Officer of Lalmonirhat 31 Rifles Battalion Lieutenant Colonel Golam Ambiya acknowledged the matter and said the situation on Daikhowa border is under control.

Sunday 8 March 2009

BSF kills 1 in Tentulia

Our Correspondent, Thakurgaon

One Bangladeshi cattle trader was killed when Indian Security Force (BSF) opened fire on a group of traders at Kirtanpara under Tetulia upazila in Panchagarh early yesterday.

The deceased was Shamu, 40, son of late Tamizuddin of Joyganj under Tetulia upazila of the district.

Around 1:00am BSF personnel of Madanbari camp shot at least six to eight rounds at the group, said Bangladesh Rifles (BDR) sources and the chairman of Debnagar union.

Sources said the incident took place as the traders reached near the pillar (no. 739/R-17) to purchase cattle from India. Shamu died instantly while others managed to escape unhurt.

After the incident the Indian border guards took the body to India. BDR strongly protested the killing and asked its Indian counterpart to return the body.

Company Commander of Bhutipukur BDR camp sent a proposal for a flag meeting and in response around 7:00pm the BSF agreed to hold the meeting at 12:00 noon today.