Thursday 17 December 2009

বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি | তারিখ: ১৭-১২-২০০৯


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর পাড়িয়া সীমান্তে গতকাল বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বাড়ি পাড়িয়া ইউনিয়নের ধেউরঝারি গ্রামে।

বিডিআর ও এলাকাবাসীর ভাষ্যমতে, গতকাল ভোরে গ্রামের মনিন্দ সিংয়ের ছেলে শ্রীকান্ত সিং (২৫), ওয়াছু মোহাম্মদের ছেলে আজিজুল হক (৩০) ও রতন সিংয়ের ছেলে বিপ্লব সিং (২৪) পাড়িয়া সীমান্তের ৩৮৮/৩-এস নম্বর পিলারের কাছে গরু পারাপারের জন্য যান। ওই সময় ভারতের হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শ্রীকান্ত বাম হাতে, আজিজুল পেটে ও বিপ্লব পায়ে গুলিবিদ্ধ হন। বাংলাদেশ রাইফেলসের ২ নম্বর ব্যাটালিয়নের আপারেশন অফিসার মেজর মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

No comments:

Post a Comment