Wednesday 2 December 2009

দুঃখ প্রকাশের পর বিএসএফকে গুলি ও এসএলআর ফেরত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা | তারিখ: ০২-১২-২০০৯


ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের ফেলে যাওয়া একটি এসএলআর ও ২০টি গুলি ফেরত দিয়েছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। গতকাল মঙ্গলবার সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তের চারাবাড়িতে বিএসএফ ও বিডিআরের মধ্যে পতাকা বৈঠকে বিএসএফের সদস্যরা দুঃখ প্রকাশ করলে এসব ফেরত দেওয়া হয়।

গত রোববার দুপুরে ভারতের ১২৬ ব্যাটালিয়নের আমুদিয়া ক্যাম্পের বিএসএফের একজন সদস্য চারাবাড়ি সীমান্তের মেইন পিলার ১৩/১ এলাকা দিয়ে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে ঢুকে পড়েন। এ সময় বিডিআরের টহল দল তাঁকে ধাওয়া করলে বিএসএফের ওই সদস্য তাঁর কাছে থাকা একটি এসএলআর ও ২০টি গুলি ফেলে পালিয়ে যান। বিডিআরের সদস্যরা অস্ত্র ও গুলি উদ্ধার করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল পতাকা বৈঠক হয়।

No comments:

Post a Comment