Friday 11 December 2009

তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ




চুয়াডাঙ্গা প্রতিনিধি | তারিখ: ১১-১২-২০০৯


চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তপথে বুধবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের তিন নাগরিককে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) কাছে ফেরত দিয়েছে। বিডিআর ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ওই তিনজনকে বিডিআরের কাছে হস্তান্তর করা হয়। বিডিআর তাঁদের দামুড়হুদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

তিন বাংলাদেশি হলেন মেহেরপুর সদর উপজেলার মোল্লাপাড়া শৈলমারী গ্রামের লাল চাঁদ মিয়া (২৬), যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোর্ট গ্রামের হাবিবুর রহমান সরদার (২৫) ও একই গ্রামের মুরাদ আলী (২৭)।

চুয়াডাঙ্গা ৩৫ রাইফেলস ব্যাটলিয়ন সূত্র জানায়, ২০০৭ সালের ১৬ জুন ওই তিনজন যশোরের বেনাপোল সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সে দেশের পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে তাঁদের প্রত্যেককে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

No comments:

Post a Comment