Wednesday 17 October 2012

BSF kills one in Jhenidah

5 also hurt
Indian Border Security Force (BSF) shot dead a Bangladeshi cattle trader and injured five others along Maheshpur frontier in Jhenidah on Tuesday night.
The dead was identified as Md Rabiul Islam, 35, of Mathpara village in the upazila.
The identities of the injured could not be known immediately, reports our Jhenidah correspondent.
Subedar Ameer Khashru, company commander of Kushumpur camp of Border Guard Bangladesh (BGB), said the BSF troops opened fires on a group of 10 to 12 cattle traders when they were returning with a consignment of cattle along Chapatala border in the upazila.
Rabiul died on the spot while five of his companions sustained injuries, he added.

http://www.thedailystar.net/newDesign/latest_news.php?nid=41739

সীমান্তে আবারো বাংলাদেশি হত্যা

Wed, Oct 17th, 2012 12:53 pm BdST

ঝিনাইদহ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের স্বরাষ্ট্র সচিব সীমান্তে গুলি চালানোর পক্ষে যুক্তি দেয়ার এক দিনের মাথায় ঝিনাইদহের মহেশপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে নিহত হয়েছেন এক বাংলাদেশি। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো পাঁচজন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীনাথপুর ক্যাম্পের নায়েক সুবেদার মোর্শেদ আলী জানান, বুধবার সকালে মহেশপুরের শ্রীনাথপুর সীমান্তে ভারতের মোবারকপুর মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম (৩৫) মহেশপুর সীমান্তবর্তী শ্যামকুড় গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- শ্যামকুড় মাঠপাড়া গ্রামের রাজু, পদ্মপুকুর গ্রামের মহর আলী, লড়াইঘাটা গ্রামের ইমরান, শ্রীনাথপুর গ্রামের আব্দুল ও শঙ্কর।

বিজিবির মোর্শেদ আলী জানান, ওই ছয়জন ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশ সীমান্তের শ্রীনাথপুরের কাছাকাছি পৌঁছালে ফতেপুর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান রবিউল। তার পাঁচ সঙ্গীও গুলিবিদ্ধ হন।

রবিউলের লাশ সীমান্তের ভারতীয় অংশেই রয়েছে বলে মোর্শেদ আলী জানান।

মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএসএফের গুলিতে আহত রাজু ও মহর আলীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে নিরস্ত্র বাংলাদেশি হতাহতের ঘটনায় মানবাধিকার সংস্থাগুলোর তীব্র সমালোচনার মধ্যে গত বছর ভারত সরকার জানায়, তারা বিএসএফের হাতে প্রাণঘাতী নয়- এমন অস্ত্র দেবে। এরপর গুলির ঘটনা কিছুটা কমে এলেও গত কয়েক মাসে তা আবার বেড়ে যায়।

স্বরাষ্ট্র সচিব পর্যায়ের তিন দিনের সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসে ভারতের সচিব আর কে সিং গত সোমবার বলেন, “বিএসএফ সদস্যরা আক্রান্ত হয় বলেই গুলি চালায়।”

আখাউড়া স্থলবন্দর পরিদর্শনের সময় আর কে সিং সাংবাদিকদের আরো বলেন, “যাদের লক্ষ্য করে গুলি চালানো হয় তারা গরু চোরাকারবারী।”

ঢাকার মানবাধিকার সংগঠন নাগরিক আন্দোলনের পরিসংখ্যান অনুযায়ী, গত এক দশকে বিএসএফে হাতে এক হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। একই সময়ে বিএসএফের গুলিতে আহত হয় হয় ৯৮৭ জন, অপহৃত হয় অন্তত এক হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১২৪০ ঘ.

http://www.bdnews24.com/bangla/details.php?cid=2&id=208179&hb=2

Saturday 13 October 2012

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


Sat, Oct 13th, 2012 1:35 pm BdST

ঠাকুরগাঁও, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।

শনিবার ভোরে মন্ডুমালা সীমান্তে ৩৮৩/১ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে।
নিহত আব্দুল খালেক চোখা (৩০) বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই মারাধার গ্রামের আব্দুর রহিমের ছেলে।

৩০ বিজিবির অধিনায়ক তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, খালেক মন্ডুমালা সীমান্তে ৩৮৩/১ এস পিলার এলাকায় গরু আনতে গেলে ১৪ সোনামতি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে।

“এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।”

খালেকের লাশ ভারতের ভেতরেই পড়ে আছে জানিয়ে বিজিবি কর্মকর্তা বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে একটি চিঠি এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যার আগেই লাশ ফেরত পাওয়া যেতে পারে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩৩০ ঘ.

http://www.bdnews24.com/bangla/details.php?id=207691&cid=2 

Tuesday 9 October 2012

BSF kills Bangladeshi teenager

A teenage Bangladeshi boy was shot dead by Indian Border Security Force (BSF) at Char Majhardiar border in
the district early
yesterday.
The deceased was identified as Sujon Ali,16, son of Shukur Ali of the village under Haripur union of Poba upazila.
BSF members shot Sujon in the head, killing him on the spot, while he was accompanying several cattle traders to Bangladesh around 12:30am, said Zillur Rahman, officer-in-charge of Rajpara Police Station quoting Border Guard Bangladesh (BGB) officials.
The victim's relatives had buried the body soon after his death to avoid legal hassles but BGB members dug it out around noon, Maj Hannan, general staff officer of Rajshahi sector BGB told The Daily Star.
"The body is on its way to Rajshahi Medical College Hospital morgue for an autopsy," he said.
The incident has been reported to the ministries of home and foreign affairs, BGB officials said.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=253067

Monday 8 October 2012

3 injured in BSF firing

Indian Border Security Force (BSF) shot and injured three Bangladeshi nationals near Chakpara border of Shibganj upazila in Chapainawabganj yesterday.
The injured are -- Setabul Islam, 45, and Abu Sayem, 30, -- sons of late Elias Uddin, and Saidur Rahman, 32, son of Farzen Ali. They live in Unishbighi village under Shahbajpur union.
Lt Col Monjurul Alam, commanding officer of 9 Border Guard Battalion (BGB), said the BSF team of Nawda camp under 125 Maldah opened fire on the three around 7:00am when they were entering Indian territory through the Chakpara border.
Locals rushed Sayem to Rajshahi Medical College Hospital in a critical condition and Saidur to Shibganj Health Complex. Setabul was admitted to a local clinic.
The BGB verbally protested the incident at a company commander-level meeting held at zero line of Chakpara frontier around 8:00am. Later, the BGB also sent a protest letter to its Indian counterpart.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=252928

রাজশাহী সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত


Mon, Oct 8th, 2012 7:29 pm BdST

রাজশাহী, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চর মাঝারদিয়াড় এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার রাতে চরমাঝারদিয়ার পশ্চিমপাড়ার বাসিন্দা এলাকার শুক্কুর আলীর ছেলে সুজন আহমেদ নিহত হন বলে এলাকাবাসী জানিয়েছে।

চরমাঝারদিয়ার পশ্চিমপাড়ার মাসুম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত সাড়ে ১২টার সুজন আহমেদসহ কয়েকজন বাংলাদেশি যুবক ভারতীয় মালামাল আনতে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যান।

এ সময় চোরাচালানের টাকাপয়সা নিয়ে বিএসএফ’র সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বিএসএফ’র গুলিতে সুজন নিহত হন। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হয়।

পবা থানার ওসি রমজান আলী বলেন, সকালে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.

http://www.bdnews24.com/bangla/details.php?id=207261&cid=2&aoth=1

Sunday 7 October 2012

বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ | তারিখ: ০৭-১০-২০১২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে আজ রোববার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন: একই উপজেলার উনিশবিঘী গ্রামের সেতাবুল ইসলাম (৪৫), আবু সায়েম (৩০) ও সাইদুর রহমান (৩২)।
চাঁপাইনবাবগঞ্জের ৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম জানান, সকাল সাতটার দিকে ওই তিনজন সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় ভারতের মালদা জেলার নওদা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁদের ফিরে যেতে বললে তাঁরা তাঁদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বিএসএফ গুলি করলে তাঁরা আহত হন।

মঞ্জুরুল আলম আরও জানান, গুলির ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
গত ২ অক্টোবর একই উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি যুবক নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত যুবকের নাম এনামুল ইসলাম (২২)। তিনি একই উপজেলার শ্যামপুর সাহাপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। 

http://www.prothom-alo.com/detail/date/2012-10-07/news/295934

Tuesday 2 October 2012

শিবগঞ্জে বিএসএফের হাতে বাংলাদেশি নিহত



নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ | তারিখ: ০২-১০-২০১২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে আজ মঙ্গলবার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধারালো অস্ত্রের আঘাতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। 
নিহত এনামুল ইসলাম (২২) একই উপজেলার শ্যামপুর সাহাপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম ইউএনবিকে জানান, এনামুল ও তাঁর সঙ্গীরা ভোর পৌনে চারটার দিকে ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার জন্য সীমান্তসংলগ্ন পদ্মা নদী পার হচ্ছিলেন। এ সময় বিএসএফের নিমতলা ক্যাম্পের সদস্যরা কয়েকটি স্পিডবোটে করে এসে তাঁদের ওপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন। এতে এনামুল ঘটনাস্থলেই নিহত এবং চারজন আহত হন। 

পরে স্থানীয় লোকজন এনামুলের লাশ উদ্ধার করে।

আহত ব্যক্তিদের মধ্যে ইমাম হোসেন (১৮) ও মাহতাবকে (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।