Sunday 7 October 2012

বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ | তারিখ: ০৭-১০-২০১২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে আজ রোববার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন: একই উপজেলার উনিশবিঘী গ্রামের সেতাবুল ইসলাম (৪৫), আবু সায়েম (৩০) ও সাইদুর রহমান (৩২)।
চাঁপাইনবাবগঞ্জের ৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম জানান, সকাল সাতটার দিকে ওই তিনজন সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় ভারতের মালদা জেলার নওদা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁদের ফিরে যেতে বললে তাঁরা তাঁদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বিএসএফ গুলি করলে তাঁরা আহত হন।

মঞ্জুরুল আলম আরও জানান, গুলির ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
গত ২ অক্টোবর একই উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি যুবক নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত যুবকের নাম এনামুল ইসলাম (২২)। তিনি একই উপজেলার শ্যামপুর সাহাপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। 

http://www.prothom-alo.com/detail/date/2012-10-07/news/295934

No comments:

Post a Comment