Saturday 13 October 2012

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


Sat, Oct 13th, 2012 1:35 pm BdST

ঠাকুরগাঁও, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।

শনিবার ভোরে মন্ডুমালা সীমান্তে ৩৮৩/১ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে।
নিহত আব্দুল খালেক চোখা (৩০) বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই মারাধার গ্রামের আব্দুর রহিমের ছেলে।

৩০ বিজিবির অধিনায়ক তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, খালেক মন্ডুমালা সীমান্তে ৩৮৩/১ এস পিলার এলাকায় গরু আনতে গেলে ১৪ সোনামতি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে।

“এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।”

খালেকের লাশ ভারতের ভেতরেই পড়ে আছে জানিয়ে বিজিবি কর্মকর্তা বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে একটি চিঠি এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যার আগেই লাশ ফেরত পাওয়া যেতে পারে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩৩০ ঘ.

http://www.bdnews24.com/bangla/details.php?id=207691&cid=2 

No comments:

Post a Comment