Sunday, 9 August 2009

বিএসএফের গুলিতে পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি নিহত
লালমনিরহাট ও পাটগ্রাম প্রতিনিধি | তারিখ: ০৮-০৮-২০০৯

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে গত বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মইনুল ইসলাম (২৫)।
বিডিআর ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে মইনুল বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৮৪৩-এর কাছে গেলে বিএসএফ সদস্যরা বিনা উসকানিতে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বিডিআরের বুড়িমারী বিওপির কমান্ডার সুবেদার রুহুল আমিন প্রথম আলোকে জানান, ওই দিনই রাত আটটার দিকে বিএসএফ মইনুলের লাশ বুড়িমারী জিরো পয়েন্টে ফেরত দিয়েছে।

No comments:

Post a Comment