Wednesday, 5 August 2009

শিবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ অফিস ও শিবগঞ্জ প্রতিনিধি | তারিখ: ০৫-০৮-২০০৯


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের ওপারে গত সোমবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: মতিউর রহমান (২৬) ও সুবেদ আলী (২৭)। তাঁরা তেলকুপি গ্রামের বাসিন্দা।

বিডিআর সূত্র জানায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে মতিউর ও সুবেদ ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন। এ সময় তেলকুপি সীমান্তের ১৪০ নম্বর প্রধান পিলারের ১ ও ২ নম্বর সাব-পিলারের মধ্যবর্তী এলাকায় ভারতীয় অংশে বিএসএফের ঘোষপাড়া ক্যাম্পের জওয়ানেরা গুলি করলে মতিউর ও সুবেদ ঘটনাস্থলেই নিহত হন। বিএসএফ তাঁদের লাশ ফেরত দেয়নি। নিহত দুজনেই গরু চোরাচালানি বলে জানিয়েছে বিডিআর।

চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে।

No comments:

Post a Comment