Sunday 4 October 2009

বিএসএফের গুলিতে বাংলাদেশি শিশু আহত




কুড়িগ্রাম অফিস | তারিখ: ০৪-১০-২০০৯


কুড়িগ্রামের রৌমারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রুমি আকতার (১১) নামের এক বাংলাদেশি কিশোরী আহত হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে নওদাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে সে রৌমারি উপজেলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। রুমি আকতার নূরপুর মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী।

বিডিআর ও স্থানীয় সূত্রে জানা যায়, রুমি দুপুর ১২টার দিকে ছাগল বাধার জন্য সীমান্তের কাছাকাছি চলে যায়। এ সময় বিএসএফের শাহপাড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোঁড়ে। সে সময় রুমি আহত হয়।

এ প্রসঙ্গে রৌমারি বিডিআরের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কালাম এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি এ সংক্রান্ত একটি প্রতিবাদ বার্তা শাহপাড়া বিএসএফ ক্যাম্পে পাঠিয়েছেন বলে জানা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফের তরফ থেকে এই প্রতিবাদ বার্তার কোনো জবাব দেওয়া হয়নি।

No comments:

Post a Comment