Monday 26 October 2009

বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ | তারিখ: ২৬-১০-২০০৯


ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা এলাকায় গতকাল রোববার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জহুরুল হক নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তৈয়ব আলী নামের আরও একজন আহত হন।

এলাকাবাসী জানায়, উপজেলার রায়পুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জহুরুল হক (২৫) এবং ছয়ঘরিয়া গ্রামের খোদাবক্স মণ্ডলের ছেলে তৈয়ব আলী (৩০) গত শনিবার গরু আনার জন্য ভারত যান। গতকাল ভোররাতে সামন্তা সীমান্তের কচুয়ারপোতা এলাকার ৫৭ নম্বর পিলারের কাছ দিয়ে তাঁরা গরু নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। এ সময় ভারতের চুয়াটিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জহুরুল হক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আর তৈয়ব আলী আহত হয়ে পালিয়ে ফিরে আসেন। বিএসএফ নিহত ব্যক্তির লাশ নিয়ে গেছে। যাদবপুর বিওপির কোম্পানি কমান্ডার আব্দুল মতিন বলেন, ‘বিএসএফ গুলি করে একজনকে হত্যার পর লাশ নিয়ে গেছে বলে আমরা শুনেছি। তবে এখনো তাঁর পরিচয় পাইনি।’

No comments:

Post a Comment