কুড়িগ্রাম অফিস | তারিখ: ২৯-০৯-২০০৯
কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার খালিসাকোটাল সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। বিডিআরের প্রতিবাদের মুখে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখলেও নির্মাণসামগ্রী সরিয়ে নেয়নি।
বিডিআর সূত্র ও সীমান্তবাসী জানায়, রোববার সকাল সাড়ে নয়টার দিকে বিএসএফ খালিসাকোটাল সীমান্তের ৯৩৪ থেকে ৯৩৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের দেড় কিলোমিটার এলাকার নো ম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে।
এ ঘটনার প্রতিবাদে বিডিআরের শিমুলবাড়ী সীমান্ত ফাঁড়ির পক্ষ থেকে বিএসএফের নটকোবাড়ী ক্যাম্পে কড়া প্রতিবাদ জানানো হয়। দুপুর দুইটার দিকে উভয় পক্ষের মধ্যে পতাকা-বৈঠক হয়। বৈঠকে বিএসএফ নো ম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে না বলে প্রতিশ্রুতি দেয়। সীমান্তে বিডিআর ও বিএসএফ টহল জোরদার করেছে।
No comments:
Post a Comment