Tuesday 15 September 2009

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

দিনাজপুর অফিস ও ফুলবাড়ী প্রতিনিধি | তারিখ: ১৫-০৯-২০০৯



দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সীমান্তের ওপারে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার জলপাইতলী বিওপি ক্যাম্পের কাছে শিবপুর চৌধুরীপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ফুলবাড়ীর এলুয়াড়ি গ্রামের রুহুল আমীন (২৮) ও চিরিরবন্দর উপজেলার শাহাপুর কামারপুর গ্রামের মহসীন মিয়া (১৮)।

ফুলবাড়ী ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম জানান, ভারতের বাসন্তীপুর ৬৯ ক্যাম্পের বিএসএফ সদস্যরা জলপাইতলী বিওপি ক্যাম্পের ২০০ গজ পশ্চিমে ৩০৪/১৬-আর পিলারের কাছে দুই ব্যক্তিকে লক্ষ্য করে ২০টি গুলি ছোড়েন। এতে ওই দুই বাংলাদেশি নিহত হন। লাশ দুটি ভারতের সামজিয়া ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। তিনি আরও জানান, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লাশ ফেরতের জন্য পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। বিএসএফ দাবি করেছে, নিহত দুই ব্যক্তি ফেনসিডিল ব্যবসায়ী।

ফুলবাড়ীর এলুয়াড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবিউল ইসলাম নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেন।
গত শনিবার দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার সুন্দুরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন।

No comments:

Post a Comment