Thursday, 12 November 2009

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ অফিস | তারিখ: ১১-১১-২০০৯

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গতকাল মঙ্গলবার রাতে দুজন বাংলাদেশি নিহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম জানান, গতকাল রাত একটার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে ভারতের শুকদেবপুর বিএসএফ ক্যাম্পের জোয়ানদের গুলিতে দুজন বাংলাদেশি নিহত হয়েছে। তিনি আজ বুধবার দুপুরে জানান, লাশ দুটি বিএসএফের কাছে রয়েছে। তিনি তাদের পরিচয় জানাতে পারেননি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

No comments:

Post a Comment