বেনাপোল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-10-06 22:13:06.0 BdST Updated: 2013-10-07 01:03:01.0 BdST
যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর ধারালো অস্ত্রের আঘাতে আহত এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদুল ইসলাম শিকদার (২০) নামের ওই যুবক মারা যান বলে পুলিশ ও তার স্বজনরা জানিয়েছে।
ভোরে বেনাপোলের অগ্রভুলোট সীমান্তের বিপরীতে ভারতের ঝাউডাঙ্গায় বিএসএফ ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে আহত করে বলে জানায় পুলিশ।
নিহত তৌহিদুল ইসলাম শিকদার (২০) যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের লিয়াকত আলী শিকদারের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিয়ার রহমান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৌহিদুলসহ একদল বাংলাদেশি রোববার ভোরে ভারত থেকে গরু নিয়ে অগ্রভুলোট সীমান্ত দিয়ে দেশে ফিরছিলেন।
এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে তৌহিদুলকে ধরে ফেলে।
বিএসএফ তাকে ধারালো অন্ত্র দিয়ে চোখে মুখে খুচিয়ে আহত করে সেখানে ফেলে যায়।
পরে তৌহিদুলের সঙ্গীরা তাকে বাংলাদেশের ভেতরে নিয়ে আসে।
তাকে প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে এবং পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
খুলনা ২৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তায়েফ উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্রভূলোট সীমান্তে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন বলে তিনি খবর পেয়েছেন। তবে বিস্তারিত জানাতে পারেননি।
http://bangla.bdnews24.com/bangladesh/article682201.bdnews