Monday 26 April 2010

বাংলাদেশিকে অপহরণ করেছে বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি | তারিখ: ২৫-০৪-২০১০

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদী সীমান্ত থেকে শাহীন আলম (১৮) নামে একজন বাংলাদেশি নাগরিককে অপহরণ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার সকাল সাতটার দিকে সীমান্তসংলগ্ন মাঠে গরু চরাতে গেলে ভারতের গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়।

এর কিছুক্ষণ পরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শুভংকর (২৫) নামে ভারতীয় এক যুবককে আটক করে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) জওয়ানেরা। এ দুটি ঘটনার পর সীমান্তে বিডিআর-বিএসএফ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা ৩৫ রাইফেল ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড হুমায়ুন কবির বলেন, বাংলাদেশি নাগরিককে অপহরণের ঘটনার প্রতিবাদ জানিয়ে ও অপহূত শাহীনকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment