Sunday, 23 May 2010

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | তারিখ: ২৩-০৫-২০১০


কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে গতকাল শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আফসার (২৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় গ্রামে।

Saturday, 15 May 2010

পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ: বিছনাকান্দি সীমান্তে সেই যুবকের মৃত্যু হয় বিএসএফের গুলিতে




নিজস্ব প্রতিবেদক, সিলেট | তারিখ: ১৪-০৫-২০১০

সিলেটের বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশি যুবক জামাল উদ্দিনের মৃত্যু হয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে। গতকাল বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট সীমান্তের তামাবিল এলাকায় বিডিআরের সঙ্গে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফ এ কথা স্বীকার করে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। গত সোমবার গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় জামাল উদ্দিনের লাশ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জামাল উদ্দিনকে কারা গুলি করেছে—বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়। এ প্রসঙ্গে বিএসএফ দাবি করে, আত্মরক্ষার্থে তারা গুলি চালায়।

বৈঠকে বিডিআরের পক্ষে ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার জহিরুল আলম ও বিএসএফের পক্ষে বিএসএফ ১ ব্যাটালিয়নের অধিনায়ক শেখর গুপ্ত নেতৃত্ব দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২১ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মামুন ও বিএসএফ ১ ব্যাটালিয়নের একজন স্টাফ অফিসার।

লে. কর্নেল জহিরুল আলম জানান, যুবক নিহত হওয়ার ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।