Saturday 15 May 2010

পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ: বিছনাকান্দি সীমান্তে সেই যুবকের মৃত্যু হয় বিএসএফের গুলিতে




নিজস্ব প্রতিবেদক, সিলেট | তারিখ: ১৪-০৫-২০১০

সিলেটের বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশি যুবক জামাল উদ্দিনের মৃত্যু হয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে। গতকাল বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট সীমান্তের তামাবিল এলাকায় বিডিআরের সঙ্গে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফ এ কথা স্বীকার করে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। গত সোমবার গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় জামাল উদ্দিনের লাশ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জামাল উদ্দিনকে কারা গুলি করেছে—বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়। এ প্রসঙ্গে বিএসএফ দাবি করে, আত্মরক্ষার্থে তারা গুলি চালায়।

বৈঠকে বিডিআরের পক্ষে ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার জহিরুল আলম ও বিএসএফের পক্ষে বিএসএফ ১ ব্যাটালিয়নের অধিনায়ক শেখর গুপ্ত নেতৃত্ব দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২১ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মামুন ও বিএসএফ ১ ব্যাটালিয়নের একজন স্টাফ অফিসার।

লে. কর্নেল জহিরুল আলম জানান, যুবক নিহত হওয়ার ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।

No comments:

Post a Comment