Saturday 18 December 2010

বিএসএফের গুলিতে একজন নিহত

নীলফামারী প্রতিনিধি | তারিখ: ১৭-১২-২০১০


নীলফামারীর ডোমার উপজেলার উত্তর গোমনাতী বুড়ি তিস্তাঘাট এলাকায় আবদুর রশিদ (৩৭) নামের একজন বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
তাঁর বাড়ি ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই গ্রামে। তিনি একজন গরুর ব্যবসায়ী।

জানা যায়, আজ ভোর পাঁচটার দিকে সীমান্তের ৭৮৯ নম্বর পিলারের কাছে আবদুর রশিদ ও তাঁর সঙ্গীদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়ে। এতে আবদুর রশিদ গুরুতর আহত হন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। পরে সঙ্গীরা লাশ তাঁর বাড়ির সামনে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বেলা দুইটার দিকে বিষয়টি নিয়ে বিএসএফ ও বিডিআরের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

No comments:

Post a Comment