নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা | তারিখ: ০৬-০৫-২০১১
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর চারটায় সাতক্ষীরার গাজীপুর সীমান্তের বিপরীতে ভারতের কলাপোতা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম শাহাদাত্ হোসেন (৩০)। তিনি সাতক্ষীরা জেলা সদরের ভাড়ুখালী গ্রামের করিম মোড়লের ছেলে।
সীমান্তের গ্রামবাসী জানায়, শাহাদাত্ হোসেনসহ ১৪-১৫ জন গরু ব্যবসায়ী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার গাজীপুর সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যান। আজ ভোর চারটার দিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার কলাপোতা সীমান্ত দিয়ে গরু নিয়ে আসার সময় গাজীপুর সীমান্তের বিপরীতে ভারতের কলাপোতা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শাহাদাত্ হোসেনের ডান হাতে গুলি লাগে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিত্সার জন্য খুলনার একটি ক্লিনিকে ভর্তি করে।
সাতক্ষীরা বিজিবি ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনায়েত করিম ঘটনা নিশ্চিত করেন বলেন, ঘটনার প্রতিবাদ করে ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফের কলাপোতা ক্যাম্পে চিঠি পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment