Thursday, 30 June 2011

বিএসএফের পাথরের আঘাতে বাংলাদেশির মৃত্যু

Thu, Jun 30th, 2011 4:13 pm BdST

লালমনিরহাট, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া পাথরের আঘাতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে বুড়িমারী সীমান্তের সানিয়াজান নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিহত মিজানুর রহমান (২৫) উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামন দল গ্রামের ফজলু মিয়ার ছেলে। তিনি গরু কেনা-বেচার ব্যবসা করতেন।

বিজিবি বুড়িমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাসেদ সাংবাদিকদের জানান, মিজানুর ভোরে সীমান্তের ৮৩৮ নম্বর মেইন পিলারের পাশের সানিয়াজান নদী দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। এ সময় খোঁষাল ডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা নদীর সেতুর ওপর থেকে মিজানুরের মাথা লক্ষ্য করে বড় বড় পাথর নিক্ষেপ করে।

পাথরের আঘাতে ঘটনাস্থলেই মিজানুরের মৃত্যু হয় বলে জানান তিনি।

দুপুর ১২টার দিকে বিএসএফ লাশ ফেরত দিয়েছে জানিয়ে তিনি বলেন, বিজিবি এ ধরণের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

পাটগ্রাম থানার ওসি মুরশিদুল করিম এহতেশাম জানান, লাশ ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬০৬ ঘ.

Saturday, 18 June 2011

BSF tortures 3 cattle traders: Hands over two other Bangladeshis after abduction

Our Correspondent, Benapole

Three Bangladeshi cattle traders, tortured and left unconscious by Border Security Force (BSF) of India on Thursday night at Dhannokhola village of Benapole, were admitted to a local hospital in critical condition yesterday.

They are Saiful Islam, 35, Shahin Ali, 30, and Julfikar Ali, 32, of the village.

Border Guard Bangladesh (BGB) Commander Mosharraf Hossain on Thursday night said BSF of Sutia camp caught the three returning to Bangladesh with cattle through Dhannokhola border.

Meanwhile, our correspondent from Kushtia reports: BSF handed over two Bangladeshis after abducting them eight hours ago from Chuadanga border on Thursday.

The two are Dilu Seikh, 40, son of Joynal Seikh, and Asadul Islam, 36, son of Laltu Mia, residents of Joynagar village in Darshana.

BGB-35 Rifle in Chuadanga said a BSF team from Gede camp in Jalangi thana in West Bengal picked up the men working at a banana orchard on Bangladesh near pillar no 76 around 12:30pm.

BGB and BSF sat at a flag meeting and the men were handed over.

Tuesday, 7 June 2011

BSF returns bodies of 2 cattle traders, injures 2

Star National Desk

Two Bangladeshi cattle traders were seriously injured by Indian Border Security Force (BSF) yesterday while bodies of two others were handed over to members of Border Guard of Bangladesh (BGB) on Sunday and the day before.

BSF yesterday attacked two cattle traders with sharp weapons on Kaijuri border in India opposite to Baikari in Satkhira Sadar upazila, reports our correspondent.

The injured cattle traders are Md Abdur Razzak, 30, son of Md Nesar Ali and Md Baqui Billah, 25, son of Md Manirul Islam of village Kaliani Chhoygharia in Sadar upazila.

Abdur Razzak managed to return to Bangladesh territory and he is now undergoing treatment at a private clinic at Satkhira town.

Baqui Billah was rescued by Indian nationals and admitted to Basirhat hospital, according to a report from across the border.

Razzak said they went to India to buy cattle on June 4.

BSF men of Kaijuri camp in India caught them while they were returning to Bangladesh with cattle and hit them with sharp weapons. Later, the BSF men left them about 200 yards of the zero point on Kaijuri border, he said.

Meanwhile, body of another cattle trader, who was chopped to death by BSF on May 27 on Soladana border in Basirhat of India opposite to Padmashakhra border in Sadar upazila, was returned to BGB after a flag meeting on Sunday.

Victim Ruhul Amin, 28, was son of Ohab Ali of village Komorpur in Debhata upazila.

Quoting bordering villagers BGB said Ruhul Amin and others went to India to buy cattle on May 24.

BSF men of Soladana camp arrested the victim while he was returning to Bangladesh with cattle on river Ichchamati and chopped him to death on May 27, sources from across the border said.

BSF returned the body of another Bangladeshi cattle trader--Abdul Alim, 35, of Horinapota village under Sharsha upazila in Jessore on Saturday, reports our Benapole correspondent.

BSF returned the body five days after he was shot dead at Dhanyokhola border.

Liakat Hossain, 22 BGB commander of check post camp, said Alim was shot dead by BSF on Wednesday night while he was returning home through Indian border along with a group of cattle traders.

Later, the BSF men dragged Alim's body inside Indian territory.

Thursday, 2 June 2011

বিএসএফের গুলিতে এক জন নিহত

Thu, Jun 2nd, 2011 1:12 pm BdST

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। লাশও নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীরা।

নিহতের নাম মো. ফজলুর রহমান (৪০)। তিনি পাঁচবিবি উপজেলার নন্দাইল গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

জয়পুরহাট ৩ বিজিবি (বর্ডার গার্ডস বাংলাদেশ) ইন্টেলিজেন্ট কর্মকর্তা মেজর জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় হাটখোলা সীমান্তে বিএসএফের গুলিতে ফজলুর নিহত হন।

পাঁচবিবি থানার ওসি বিমান চন্দ্র কর্মকার বলেন, ফজলুরের লাশ বিএসএফ মথুরাপুর ইউনিটের সদস্যরা নিজেদের জিম্মায় নিয়ে গেছে।

প্রতিশ্রুতি সত্ত্বেও সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা বন্ধ হচ্ছে না। মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে বিএসএফের গুলিতে চার বাংলাদেশি নিহত হন। আহত হন এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৩১০ ঘ.

Wednesday, 1 June 2011

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত




অনলাইন ডেস্ক | তারিখ: ০১-০৬-২০১১


বেনাপোলের ধানখোলা ক্যাম্পের বাঁশ ঘাটা ফাঁড়ির কাছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে আবদুল আলিম (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ বুধবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত আবদুল আলিম শার্শা উপজেলার হরিণাপোতা গ্রামের আবদুল মালেকের ছেলে।

ধানখোলা ক্যাম্পের বিজিবি কমান্ডার মোশাররফ হোসেন জানান, আজ সকালে একদল গরু ব্যবসায়ী গরু নিয়ে দেশে ফিরছিলেন। এ সময় তাঁদের লক্ষ্য করে বাঁশ ঘাটা ফাঁড়ির বিএসএফে জওয়ানরা গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আবদুল আলিম নিহত হন। পরে বিএসএফেরা আলিমের লাশ টেনে নিয়ে যায়। ইউএনবি।