Thursday, 30 June 2011

বিএসএফের পাথরের আঘাতে বাংলাদেশির মৃত্যু

Thu, Jun 30th, 2011 4:13 pm BdST

লালমনিরহাট, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া পাথরের আঘাতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে বুড়িমারী সীমান্তের সানিয়াজান নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিহত মিজানুর রহমান (২৫) উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামন দল গ্রামের ফজলু মিয়ার ছেলে। তিনি গরু কেনা-বেচার ব্যবসা করতেন।

বিজিবি বুড়িমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাসেদ সাংবাদিকদের জানান, মিজানুর ভোরে সীমান্তের ৮৩৮ নম্বর মেইন পিলারের পাশের সানিয়াজান নদী দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। এ সময় খোঁষাল ডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা নদীর সেতুর ওপর থেকে মিজানুরের মাথা লক্ষ্য করে বড় বড় পাথর নিক্ষেপ করে।

পাথরের আঘাতে ঘটনাস্থলেই মিজানুরের মৃত্যু হয় বলে জানান তিনি।

দুপুর ১২টার দিকে বিএসএফ লাশ ফেরত দিয়েছে জানিয়ে তিনি বলেন, বিজিবি এ ধরণের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

পাটগ্রাম থানার ওসি মুরশিদুল করিম এহতেশাম জানান, লাশ ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬০৬ ঘ.

No comments:

Post a Comment