Monday 21 July 2008

বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন আজ কলকাতায় শুরু

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ ও ভারতের মধ্যে চার দিনব্যাপী উপ-মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন আজ সোমবার কলকাতায় শুরু হচ্ছে। সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

গতকাল বিডিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) আলোচ্যসুচির মধ্যে রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বিডিআর সদস্য নিহত, নিরস্ত্র বাংলাদেশিদের ওপর অকারণে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের গুলিবর্ষণ, বিনা উসকানিতে সীমান্ত এলাকায় বিএসএফের গুলিবর্ষণ, বিএসএফ ও ভারতীয় নাগরিকদের সীমান্ত লঙ্ঘন, অবৈধ পারাপার, বাংলাদেশে অনুপ্রবেশ, ভারত থেকে মাদকদ্রব্যসহ চোরাচালান প্রতিরোধ, বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার ও আটক, শুন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ভারতীয় কর্তৃপক্ষের মাটি খনন, বিডিআরের অনুমতি ছাড়াই প্রস্তাবিত সড়কের সংস্কার সাধন, সমন্বিত টহলে বিএসএফের সাড়া না দেওয়া এবং পারস্পরিক সৌহার্দ্য ও সমঝোতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম গ্রহণ ইত্যাদি।

বিএসএফের আলোচ্যসুচিতে রয়েছে: বাংলাদেশি নাগরিক ও অপরাধীদের ভারতীয় ভুখন্ডে প্রবেশ করে আন্তসীমান্ত অপরাধ করা, গবাদিপশু চুরি, অপহরণ, চা-বাগান উপড়ানো ও স্থানান্তরকরণ, কাঁটাতারের বেড়া লঙ্ঘন, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়া, বিএসএফ ও ভারতীয় নাগরিকদের ওপর বাংলাদেশি দুষ্ককৃতকারীদের হামলা ও উসকানিমূলক কর্মকান্ড, ভারতীয় ভুখন্ডে বাংলাদেশি নাগরিকদের অবৈধ চাষাবাদ, অনধিকার প্রবেশ, গবাদিপশু চরানো, ভারতীয় মুদ্রা চোরাচালান, বিনা উসকানিতে বিএসএফ ও ভারতীয় বেসামরিক নাগরিকদের ওপর বিডিআরের গুলিবর্ষণ, সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণে বাধা প্রদান ইত্যাদি।

নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়াদির মধ্যে রয়েছে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীদের সাহায্য ও সমর্থন প্রদান, নদীর বালু খনন বা সংগ্রহ করে আন্তর্জাতিক সীমানার ১৫০ গজের মধ্যে প্রতিরক্ষামূলক কৃত্রিম ঢিবি তৈরি করা, আন্তর্জাতিক সীমানার ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণে বাধা প্রদান ইত্যাদি।

বিবিধ বিষয়ের মধ্যে রয়েছে: অনুরোধ সত্ত্বেও বিডিআরের পতাকা বৈঠকে বিএসএফের সাড়া না দেওয়া, পারস্পরিক আস্থা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত কার্যক্রমসমূহ ইত্যাদি।

বাংলাদেশ রাইফেলসের উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম এ বারী সম্মেলনে ১২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ১৬ সদস্যবিশিষ্ট ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক (আইজি) এসসিভি মুরালিধর।

No comments:

Post a Comment