Saturday 23 January 2010

মেহেরপুরে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

মেহেরপুর প্রতিনিধি | তারিখ: ২২-০১-২০১০

মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজ শুক্রবার ভোরে একজন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম ওরফে রুজু (৩৫)।

বুড়িপোতা বিডিআর ক্যাম্প ও পুলিশ সূত্র জানিয়েছে, ভারতীয় গরু ব্যবসায়ীরা নজরুলকে ডাকলে তিনি গরু কিনতে নো ম্যানস ল্যান্ডের কাছে যান। এ সময় সীমান্তের ১২৫-১২৬ মেইন পিলারের কাছে ভারতের নাটনা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিএসএফ তাঁর লাশ টেনেহিঁচড়ে ভারতীয় সীমান্তে নিয়ে যায়। নিহতের পরিবার জানায়, তিনি ভোরে ক্ষেতে কাজ করার সময় বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি করেছে।

বুড়িপোতা বিডিআর ক্যাম্প অধিনায়ক হাবিবুর রহমান বলেন, তাঁরা ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরতের দাবি করে বিএসএফকে চিঠি দিয়েছেন। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিডিআর জানিয়েছে।

No comments:

Post a Comment