Monday, 11 January 2010

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ | তারিখ: ১০-০১-২০১০


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সিংনগর সীমান্তে শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

নিহত গরু ব্যবসায়ীর নাম মনিরুল ইসলাম। তাঁর বাড়ি শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের মোন্নাপড়া গ্রামে।

৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জায়েদ হোসেন জানান, ভোর ছয়টার দিকে সীমান্তের ১৭২ নম্বর প্রধান খুঁটির কাছে জিরো পয়েন্টে গরু আনতে গেলে ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা মনিরুল ইসলামকে লক্ষ্য করে গুলি করে। এতে মনিরুল ঘটনাস্থলেই নিহত হন। লাশ বিডিআরের হেফাজতে রয়েছে।

No comments:

Post a Comment