নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ | তারিখ: ১৮-০৮-২০১০
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সিংনগর সীমান্তের ওপারে গত সোমবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
নিহত ব্যক্তিরা হলেন শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের পিয়ালীমারী গ্রামের ইসমাইল হোসেন (২২) ও পাড়চৌকা গ্রামের ফটিক (৩০)। আহত এরশাদ আলী (২৬) পিয়ালীমারী গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জে ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জায়েদ হোসেন জানান, রাত ১০টার দিকে সিংনগর সীমান্তের ১৭২ নম্বর পিলারের কাছ দিয়ে গরু আনার সময় ভারতের ১৫১ বিএসএফের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান ইসমাইল ও ফটিক। এ সময় এরশাদের হাতেও গুলি লাগে। তিনি সীমানা পেরিয়ে গ্রামে এলে লোকজন তাঁকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিডিআর কর্মকর্তা জায়েদ জানান, নিহত ব্যক্তিদের লাশ বিএসএফ নিয়ে গেছে। গুলি করে হতাহত করার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment