Monday 11 April 2011

বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর-নীতপুর সীমান্তে শনিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সানাউল্লাহ (৩২) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন অপর এক গরু ব্যবসায়ী। নিহত সানাউল্লাহ চাঁপাইনবাগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর নগরপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, রাত ৩টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে সীমান্তের ২২৮/২ আর পিলারের কাছে এলে ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাঁদের লক্ষ্য করে গুলি করে। এতে সানাউল্লাহ ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন একই এলাকার খোস মোহাম্মদের ছেলে নাজমুল ইসলাম (৪৫) নামের অপর এক গরু ব্যবসায়ী। হত্যাকাণ্ডের পর বিএসএফ সানাউল্লাহর লাশ নিয়ে গেছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, আহত নাজমুলকে রাজশাহীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

No comments:

Post a Comment