Monday, 3 September 2012

BSF kills 1 in Lalmonirhat



Indian Border Security Force (BSF) shot dead a Bangladeshi cattle trader along Burimari border in Patgram upazila of Lalmonirhat on Saturday.
The victim was identified as Babul Hossain, 31, of Islampur village in the upazila.
Helal Uddin, camp commander of Border Guard Bangladesh (BGB) 31 Battalion, said a BSF patrol team of Changrabandha camp of Cooch Behar opened fire on Babul around 9:20pm when he went there to receive cattle smuggled in from India.
The BSF later took the body, he added.
The BGB in a letter to the BSF demanded the return of the body. The BSF said it would hand over the body after an autopsy, said BGB officials. 

Sunday, 2 September 2012

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


ঠাকুরগাঁও প্রতিনিধি | তারিখ: ০১-০৯-২০১২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাজিরুল (২৭) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। হাজিরুলে বাড়ি একই উপজেলার দক্ষিণ দোয়ারী সমিরনগর গ্রামে। 
ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত তিনটার দিকে হাজিরুল নগরভিটা সীমান্তের ৩৭৬ মেইন পিলারের ৪ নম্বর সাব-পিলার পার হওয়ার সময় বিএসএফের ১৪ ব্যাটালিয়নের তিনগাঁও ক্যাম্পের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। 

বিজিবি কর্মকর্তা তৌহিদ জানান, সীমান্তে গুলি করে বাংলাদেশি নাগরিককে হত্যার ঘটনার তাত্ক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে। এ ব্যাপারে সকাল নয়টায় নাগরভিটা সীমান্তের জিরো লাইনে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।

নাগরভিটা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বরকত আলী জানান, পতাকা বৈঠক শেষে ঘটনা তদন্তে হাজিরুলের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে বিএসএফ। লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে।

http://www.prothom-alo.com/detail/date/2012-09-01/news/285689


One shot dead by BSF



Indian Border Security Force shot dead a Bangladeshi national on the Baliadangi upazila frontier early yesterday.
The victim, Hazirul Islam, 27, hailed from Dakhshin Duari Samirnagar village, said local officials of Border Guard Bangladesh.
BSF members of West Bengal's Tingaon camp shot Hazirul when he neared the border around 3:00am, leaving him dead on the spot, BGB sources said.
Two or three bottles of Phensedyl, a cough syrup banned in Bangladesh for its widespread abuse, were found near his body, said Lt Col Touhidul Islam, commanding officer of BGB 30 Battalion.
BSF members then took the body to their territory immediately, said Touhidul, adding that BGB protested the killing in a letter to BSF.
Afterwards, a meeting was held between the two forces in a bordering area where Bangladeshi border troops asked BSF to return the body, said Subedar Barkat Ali, company commander of BGB's Nagarvita outpost.
Later at 6:30pm, BSF returned the body to BGB at a company commander level meeting. The body has been handed over to his family. 

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Sun, Sep 2nd, 2012 9:16 pm BdST

লালমনিরহাট, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।

শনিবার রাতে সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ২/৩ নম্বর সাব-পিলারের মাঝামাঝি ধরলা নদীর পাশে ‘গরু ব্যবসায়ী’ বাবুল হোসেন (৩৩) নিহত হন বলে বিজিবি জানিয়েছে।

বাবুল শ্রীরামপুর ইউনিয়নের ডাঙারবাড়ী (গুচ্ছগ্রাম) এলাকার প্রয়াত জসিমুদ্দিনের ছেলে।

হত্যার পর বিএসএফ লাশ নিয়ে যায়। রোববার রাতে বিজিবির মাধ্যমে লাশটি ফেরত দিয়েছে।

এর আগে শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে বিএসএফ মো. আজিরুল (৩০) নামে এক বাংলাদেশিকেও গুলি করে হত্যা করে।

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ বরাবরই প্রতিবাদ জানিয়ে আসছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও ভারতের সমালোচনায় মুখর।

লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম কোম্পানি কমান্ডার সুবেদার আল হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএসএফ কুচবিহার-১০৪ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের একটি টহল দল গুলি চালিয়ে হত্যার পর বাবুলের লাশ নিয়ে যায়।

তিনি বলেন, রোববার দুপুরে বুড়িমারী জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকে বিএসএফ কর্মকর্তারা বাবুল হোসেন নিহত হয়েছেন বলে বিজিবির কাছে স্বীকার করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার আল হেলাল ও ভারতের পক্ষে কুচবিহার-১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানি কমান্ডার বীর পাল সিংহ নেতৃত্ব দেন।

বাবুলের সঙ্গী সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত সাড়ে ১০টায় বাবুলসহ ২২ বাংলাদেশি গরু আনার জন্য কুচবিহারের মেখলিগঞ্জ থানার চ্যাংরাবান্ধা সীমান্তে যান।

তিনি জানান, বাবুলসহ কয়েকজন নদী পার হয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। এ সময় চ্যাংরাবান্ধা ক্যাম্পের বিএসএফ টহল দল বাবুলকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে যায়। অন্যরা পালিয়ে আসেন।

বাবুলের ছোট ভাই হোসেন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরু আনতে সীমান্তে যান বাবুল। রাত সাড়ে ১০টায় গুলির শব্দ শুনতে পান তিনি। কিছুক্ষণ পর বাবুলের সঙ্গী সাইফুল এসে বাবুল নিহত হওয়ার কথা জানান।

রোববার রাত সাড়ে ৮টায় বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে বাবুলের লাশ ফেরত দেয় বিএসএফ।

৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাঁন মোহাম্মদ সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, ময়না তদন্ত শেষে পাটগ্রাম থানার এসআই রমজান আলীর কাছে ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার এসআই রনজিৎ কুমার পাল লাশ হস্তান্তর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/এমআই/২৩৩৪ ঘ.

http://bdnews24.com/bangla/details.php?cid=2&id=203749&hb=5