Sunday, 2 September 2012

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


ঠাকুরগাঁও প্রতিনিধি | তারিখ: ০১-০৯-২০১২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাজিরুল (২৭) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। হাজিরুলে বাড়ি একই উপজেলার দক্ষিণ দোয়ারী সমিরনগর গ্রামে। 
ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত তিনটার দিকে হাজিরুল নগরভিটা সীমান্তের ৩৭৬ মেইন পিলারের ৪ নম্বর সাব-পিলার পার হওয়ার সময় বিএসএফের ১৪ ব্যাটালিয়নের তিনগাঁও ক্যাম্পের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। 

বিজিবি কর্মকর্তা তৌহিদ জানান, সীমান্তে গুলি করে বাংলাদেশি নাগরিককে হত্যার ঘটনার তাত্ক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে। এ ব্যাপারে সকাল নয়টায় নাগরভিটা সীমান্তের জিরো লাইনে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।

নাগরভিটা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বরকত আলী জানান, পতাকা বৈঠক শেষে ঘটনা তদন্তে হাজিরুলের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে বিএসএফ। লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে।

http://www.prothom-alo.com/detail/date/2012-09-01/news/285689


No comments:

Post a Comment