ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আজ রোববার ভোররাতে আবদুল লতিফ (৩৫) নামের এক বাংলাদেশিকে লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে হত্যা করে। হত্যার পর বিএসএফ লাশ ভারতে নিয়ে যায়।
এরপর লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্পের কমান্ডার জাবিবুল ইসলাম বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেন। পতাকা বৈঠকে বাংলাদেশের ভেতরে ঢুকে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চাওয়া হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বুড়িমারী সীমান্ত দিয়ে আবদুল লতিফের লাশ ফেরত দেওয়া হয়। এ সময় বিএসএফের পক্ষে ডোরাডাবরী ক্যাম্পের প্রশিক্ষক (ইন্সট্রাক্টর) কুন্দল কুমার ও বিজিবির পক্ষে বিজিবি কমান্ডার জাবিবুল ইসলাম এবং পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এরপর আবদুল লতিফের লাশ তাঁর ভাই রশিদের কাছে হস্তান্তর করা হয়। আবদুল লতিফ পাটগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেংকান্দা গ্রামের বাসিন্দা।
http://www.prothom-alo.com/detail/date/2012-11-25/news/308478
No comments:
Post a Comment