কুড়িগ্রাম প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-02-17 14:32:55.0 Updated: 2013-02-17 19:12:29.0
ফুলবাড়ী কলেজছাত্র নিহতের পর রোববার এক পতাকা বৈঠকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর বিদ্যাবাগিশ ঠোস সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সঙ্গে এক পতাকা বৈঠকে এ প্রতিশ্রুতি দেয়া হয়।
এর আগেও বিএসএফ আর সীমান্তে গুলি করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল।
শনিবার বিদ্যাবাগিশ ঠোস সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন ফুলবাড়ী ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র মারুফ হোসেন মোকছেদুল।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদের বাংলাদেশ সফরের সময় এ হত্যার ঘটনা ঘটল।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক খালেদ বলেন, বিএসএফ সীমান্তে গুলি করে বাংলাদেশি নাগরিককে হত্যার ঘটনায় আনুষ্ঠনিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এছাড়া সীমান্তে সব ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে তারা সতর্ক রয়েছে বলেও জানানো হয়।
http://bangla.bdnews24.com/bangladesh/article592070.bdnews
No comments:
Post a Comment