লালমনিরহাট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-03-31 08:01:31.0 Updated: 2013-03-31 08:01:31.0
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।
রোববার সকালে বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত সিরাজুল ইসলাম (৩৫) উপজেলার লতাবর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।
বিজিবি বুড়িরহাট বিওপির নায়েব সুবেদার মোহন মিয়া জানান, বুড়িরহাট বিওপি এলাকার চন্দ্রপুর সীমান্তের ৯১৩ নম্বর মেইন পিলারের ৮-এসের সাব-পীলার সংলগ্ন মালদহ নদীর পাশে নোম্যান্স ল্যান্ড এলাকায় গরু নিয়ে যাওয়ার পথে ভারতীয় কুচবিহারের কাইতারবাড়ি বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা গুলি ছুড়ে। গুলির শব্দ শুনে সিরাজুল নোম্যান্স ল্যান্ড থেকে দৌড়ে বাংলাদেশ সীমানায় ঢোকার সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিজিবি দইখাওয়া ক্যাম্পের সুবেদার শাহ আলম জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও তিনি জানান।
http://bangla.bdnews24.com/bangladesh/article608186.bdnews
No comments:
Post a Comment