ফেনী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-08-31 20:37:42.0 BdST Updated: 2013-08-31 20:45:56.0 BdST
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে শুক্রবার তিন বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এরা হল পরশুরাম উপজেলার বাউর পাথর গ্রামের অদু মিয়ার ছেলে জাহিদ হোসেন (১৩), কালা মিয়ার ছেলে ছৈয়দ আলী (১৪), নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রুবেল ( ১৬)।
ফেনীর জায়লস্কর ৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খালেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে এই বিজিবি কর্মকর্তা জানান, চাষের কাজে এ তিন কিশোর শুক্রবার সকালে সীমান্ত এলাকায় যায়।
এ সময় বিএসএফ সদস্যরা তাদের জোর করে ধরে নিয়ে যায়।
কিন্তু তার আগেই আটকদের বিএসএফ সে দেশের পুলিশের কাছে হস্তান্তর করায় তাদেরকে ফেরত আনা যায়নি।
তিনি বলেন, শনিবার ও রোববার ভারতে সরকারি ছুটির কারণে আদালত বন্ধ থাকায় সোমবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।
ওইদিন আদালত মুক্তি দিলে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করবে, জানান সুবেদার আবদুল হান্নান।
No comments:
Post a Comment