চুয়াডাঙ্গা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-09-10 12:36:28.0 BdST Updated: 2013-09-10 12:36:28.0 BdST
চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার সকাল ৬টার দিকে জীবননগর উপজেলার বেনিপুর সীমান্ত থেকে বিল্লাল হোসেনকে (৪০) আটক করা হয়।
বিল্লাল জীবননগরের ধনেখোলা গ্রামের রবি কামারের ছেলে।
বিজিবি জানায়, ওই ব্যক্তিকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। এছাড়া সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকও হয়।
বেনিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তোফাজ্জেল হোসেন জানান, সীমান্তের ৬২ নম্বর মেইন পিলারের কাছ থেকে ৭/৮ জন বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের টহল দল বিল্লাল হোসেনকে আটক করে।
এ সময় অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসে বলে তিনি জানান।
তোফাজ্জেল হোসেন আরো জানান, বিজিবির পক্ষ থেকে সকাল ৯টায় আটক ব্যক্তিকে ফেরত চেয়ে ভারতের টুঙ্গিপাড়া বিএসএফকে পত্র দেয়া হয়েছে।
এরপর বেলা সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বেনিপুর সীমান্তের ৬১ মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
তিনি বলেন, বৈঠকে বিএসএফ জানায় আটক বিল্লালকে ভারতের কৃষ্ণনগর কারাগারে পাঠিয়ে দিয়েছে তারা।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুবেদার তোফাজ্জেল হোসেন এবং ভারতের পক্ষে নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার নোনাগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসআই রামচন্দ্র রায়।
http://bangla.bdnews24.com/bangladesh/article669889.bdnews
http://bangla.bdnews24.com/bangladesh/article669889.bdnews
No comments:
Post a Comment