By News Editor
Published: 2013-09-09 17:16:30.0 BdST Updated: 2013-09-09 17:16:30.0 BdST
পঞ্চগড় সদরের সীমান্ত এলাকা থেকে নিয়ে যাওয়া লাশটি ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার দুপুরে ভারতের ঝাকুয়াপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা শিংরোড প্রধানপাড়া সীমান্তবর্তী ছোট যমুনা নদীর ব্রিজের নিচ থেকে এক যুবকের লাশ নিয়ে যায়।
সোমবার পতাকা বৈঠকে বিএসএফ জানায়, কোনো ভারতীয় এ লাশ দাবি না করলে বাংলাদেশে ফেরত দেয়া হবে।
এদিকে বিজিবি বলছে, বিএসএফের নিয়ে যাওয়া লাশটি শিংরোড নায়েকপাড়ার প্রয়াত মফিজউদ্দিন বহিরার ছেলে মনতাজুল ইসলামের (২৬) বলে তার পরিবার ধারণা করছে।
গত শুক্রবার মনতাজুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
১০ মিনিট স্থায়ী এই পতাকা বৈঠকে বিজিবির ডানাকাটা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রহিম ও বিএসএফের পক্ষে ঝাকুয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস ই রাজি শিং নেতৃত্ব দেন।
বৈঠকে নিখোঁজ মনতাজুলের বড়ভাই ফজলুল হকও উপস্থিত ছিলেন।
ফজলুল বিএসএফের নিয়ে যাওয়া লাশটি তার ভাইয়ের দাবি করে তাকে ফেরত দিতে বলেন।
বিজিবির ডানাকাটা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রহিম বৈঠকের সত্যতা স্বীকার করে বলেন, সনাক্তের জন্য নিখোঁজ মনতাজুলের ছবি ও কিছু শারীরিক গঠনের নমুনা দিয়ে একটি চিঠি দেয়া হয়েছে।
খোঁজখবর নিয়ে তারা পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
No comments:
Post a Comment