Sunday, 9 August 2009

বিএসএফের গুলিতে পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি নিহত




লালমনিরহাট ও পাটগ্রাম প্রতিনিধি | তারিখ: ০৮-০৮-২০০৯

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে গত বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মইনুল ইসলাম (২৫)।
বিডিআর ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে মইনুল বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৮৪৩-এর কাছে গেলে বিএসএফ সদস্যরা বিনা উসকানিতে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বিডিআরের বুড়িমারী বিওপির কমান্ডার সুবেদার রুহুল আমিন প্রথম আলোকে জানান, ওই দিনই রাত আটটার দিকে বিএসএফ মইনুলের লাশ বুড়িমারী জিরো পয়েন্টে ফেরত দিয়েছে।

Wednesday, 5 August 2009

শিবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ অফিস ও শিবগঞ্জ প্রতিনিধি | তারিখ: ০৫-০৮-২০০৯


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের ওপারে গত সোমবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: মতিউর রহমান (২৬) ও সুবেদ আলী (২৭)। তাঁরা তেলকুপি গ্রামের বাসিন্দা।

বিডিআর সূত্র জানায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে মতিউর ও সুবেদ ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন। এ সময় তেলকুপি সীমান্তের ১৪০ নম্বর প্রধান পিলারের ১ ও ২ নম্বর সাব-পিলারের মধ্যবর্তী এলাকায় ভারতীয় অংশে বিএসএফের ঘোষপাড়া ক্যাম্পের জওয়ানেরা গুলি করলে মতিউর ও সুবেদ ঘটনাস্থলেই নিহত হন। বিএসএফ তাঁদের লাশ ফেরত দেয়নি। নিহত দুজনেই গরু চোরাচালানি বলে জানিয়েছে বিডিআর।

চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে।

Tuesday, 4 August 2009

BSF kills 2 in C'nawabganj

Star Online Report

Two Bangladeshi nationals were gunned down by Indian Border Security Force (BSF) on Telputi border in Shibganj upazila of Chapainawabganj early today.

BDR sources said BSF men opened fire on Matiur Rahman, 25, and M Subed Ali, 27, near pillar no 180 at around 3:00am, leaving them dead on the spot.

Later, the BSF troops took away the bodies to their territory, reports our Chapainawabganj correspondent.

ঝিনাইদহ সীমান্তে অপহূত বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ | তারিখ: ০৩-০৮-২০০৯

ঝিনাইদহের বাঘাডাঙ্গা সীমান্ত থেকে অপহূত বাংলাদেশি যুবককে তিন দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার সকালে বিএসএফ তাঁকে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) কাছে হস্তান্তর করে।
গ্রামবাসী জানায়, বাঘাডাঙ্গা গ্রামের আকবর আলীর ছেলে আলমগীর হোসেন (২৬) শুক্রবার বিকেলে সীমান্তবর্তী মাঠে কাজ করতে যান। এ সময় ভারতের রামনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে বাংলাদেশ ভূখণ্ডের মধ্য থেকে তুলে নিয়ে যান। ওই দিন রাতেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অপহূত যুবককে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি পাঠায় বিডিআর। পরদিন সকালে মহেশপুর সীমান্তের জিনজিরাপাড়ায় ৬০ নম্বর পিলারের কাছে বিডিআর-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। কিন্তু বিএসএফ অপহূত যুবক সম্পর্কে কিছু জানে না বলে জানায়।

বিডিআরের কুসুমপুর কোম্পানি কমান্ডার দীন মোহাম্মদ জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফ আলমগীরকে তাদের কাছে ফেরত দিয়েছে। এরপর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে শনিবার রাতে বাঘাডাঙ্গা সীমান্তে ভারতীয় ভূখণ্ডে গোলাগুলির শব্দ পেয়েছে গ্রামবাসী। সীমান্তের খোশালপুর গ্রামের আনোয়ার হোসেন জানান, তিনি প্রায় ৫০টি গুলির শব্দ শুনেছেন। বিডিআরের পক্ষ থেকেও তাদের সীমান্তে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

তবে রাতে গুলির ঘটনা সম্পর্কে বিডিআরের পক্ষ থেকে জানতে চাওয়া হলে বিএসএফ জানায়, সীমান্তবর্তী গ্রামের লোকজন পটকা ফুটিয়েছে।

Saturday, 1 August 2009

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি | তারিখ: ০১-০৮-২০০৯


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নিমতলা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিজান (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
লিজান চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।