Wednesday, 9 June 2010

পাঁচবিবি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি | তারিখ: ০৯-০৬-২০১০


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. শামীম (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত শামীম উপজেলার হাটখোলা গ্রামের বাসিন্দা।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিডিআর প্রতিবাদ জানালে উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা আজ হাটখোলা সীমান্তে পতাকা বৈঠকে মিলিত হন।

বিডিআর সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার শামীম হাটখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসার পথে চিরি নদী পার হওয়ার সময় বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই শামীম নিহত হন।
বিডিআর সীমান্তের মেইন পিলার নাম্বার ২৮০, সাব-পিলার ৪-৫ নম্বরের মাঝামাঝি জিরো পয়েন্টের ১০ গজ দূরে বাংলাদেশের সীমানা থেকে নিহত শামীমের লাশ উদ্ধার করে।

বিএসএফের গুলির ঘটনার পর বাংলাদেশ বিডিআর কোনো গুলি ছোড়েনি। তবে এ ঘটনায় বিডিআর তীব্র প্রতিবাদ জানিয়েছে। আজ দুই দেশের ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা হাটখোলা সীমান্তে পতাকা বৈঠকে মিলিত হন।

এ বৈঠকে বাংলাদেশ বিডিআরের জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মামুন ও ভারতের বিএসএফের পক্ষে কমান্ড্যান্ট অলক কুমার নেতৃত্ব দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পতাকা-বৈঠক অব্যাহত ছিল বলে লে. কর্নেল আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন।

No comments:

Post a Comment