Saturday, 4 September 2010

কসবায় বিএসএফের গুলিতে কৃষক আহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | তারিখ: ০৩-০৯-২০১০


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সুতারমুড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. আনোয়ার হোসেন (২৮) নামে এক কৃষক আহত হয়েছেন। তাঁকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনোয়ার হোসেন সুতারমুড়া গ্রামের আবদুল হাসেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্স-ল্যান্ডের ২০২৯ পিলারের কাছে জমি চাষ করতে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) সাধন কান্তি চৌধুরী প্রথম আলোকে জানান, গুলিতে আনোয়ার হোসেনের বুক ও হাতে গুলিবিদ্ধ হয়েছে।

কসবা বিডিআর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার চান খান জানিয়েছেন, সীমান্ত স্বাভাবিক রয়েছে। এখনো পতাকা বৈঠক হয়নি।

No comments:

Post a Comment