Sun, Sep 5th, 2010 1:12 am BdST
চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএসএফ'র নির্যাতনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক তরুণের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
নিহত সাইদুর (১৮) শিবগঞ্জ উপজেলার ডাকাতপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে।
শনিবার দুপুরে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়। প্রচণ্ড মারধর করে পদ্মা নদীতে ফেলে দেয়। রাত ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলার মনোহরপুর এলাকায় পদ্মায় শনিবার নৌকায় বসে মাছ ধরছিলেন সাইদুর।
সাড়ে ১২টার দিকে পশ্চিমবঙ্গের মালদহ জেলার নিমতিতা ক্যাম্পের বিএসএফ জোয়ানরা তাকে ধে নিয়ে যায়। প্রচণ্ড মারধর করে তাকে পদ্মায় ফেলে দেয়।
বিডিআরের সহযোগিতায় গ্রামবাসী ও স্বজনরা গুরুতর আহত সাইদুরকে দুপুর ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওই বিডিআর কর্মকর্তা আরো জানান, একইভাবে গত মঙ্গলবার মধ্যরাতে শিবগঞ্জের রঘুনাথপুর সীমান্ত থেকে বাংলাদেশী নাগরিক নুরুল ইসলামকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালায় বিএসএফ নিমতিতা ক্যাম্পের জরয়ানরা। এরপর পদ্মা নদীতে ফেলে দেয়।
পরে স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৮ ঘ.
vai, ai site ta dekhe onek valo laglo. keep going.
ReplyDelete