Friday 22 June 2012

দরজা ভেঙে ঘরে ঢুকে বাপ-ছেলেকে পেটাল বিএসএফ!

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | তারিখ: ২২-০৬-২০১২

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একদল সদস্য গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশা কোটাল গ্রামে এক বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে গৃহকর্তা ও তাঁর ছেলেকে পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আজ শুক্রবার সকালে সীমান্তের ৯৩৪ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বিএসএফের বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। তবে বিএসএফ অভিযোগ অস্বীকার করেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার খালিশা কোটাল সীমান্তের ৯৩৪ নম্বর পিলারের কাছ দিয়ে একদল চোরাকারবারি গাঁজা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় বিএসএফের ১০-১২ জন সদস্য তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে চোরাকারবারিরা খলিশা কোটাল গ্রামে ঢুকে পড়ে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা ওই গ্রামের আবুল কাশেমের বাড়িতে হানা দেয়। গৃহকর্তা আতঙ্কে দরজা বন্ধ করে দেন। কিন্তু বিএসএফ দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে ও তাঁর ছেলে মোজামেঞ্চলকে (২৬) পিটিয়ে আহত করে। 

কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার মকবুল হোসেন প্রথম আলোকে জানান, সকালে পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে।


No comments:

Post a Comment