কুষ্টিয়া প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published:2013-07-28 17:55:06.0 BdST Updated:2013-07-28 17:55:06.0 BdST
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাকুড়িয়া সীমান্ত এলাকা থেকে দুই স্কুলছাত্রকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।
এরা হলেন- পাকুড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আজমত আলী (১৫) এবং পাকুড়িয়ার ভাংগাপাড়া গ্রামের একরাম হোসেনের ছেলে ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের একই শ্রেণির ছাত্র মামুন হোসেন (১৫)
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তে নিজেদের জমিতে কাজ করতে গেলে বিএসএফ তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় বলে জানান কুষ্টিয়া-৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আরমান হোসেন।
তিনি জানান, সীমান্তের ১৫৩-(১২৩) নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
ঠোটারপাড়া বিজিবি ক্যাম্পের অধিনায়ক হাবিলদার সামসুল আলম জানান, ঘটনার পর পরই প্রতিবাদ জানিয়ে এবং স্কুলছাত্রদের ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
“তবে এখন পর্যন্ত বিএসএফ সাড়া দেয়নি।”
http://bangla.bdnews24.com/bangladesh/article652507.bdnews
No comments:
Post a Comment