ঠাকুরগাঁও প্রতিনিধি | তারিখ: ১৭-১২-২০০৯
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর পাড়িয়া সীমান্তে গতকাল বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বাড়ি পাড়িয়া ইউনিয়নের ধেউরঝারি গ্রামে।
বিডিআর ও এলাকাবাসীর ভাষ্যমতে, গতকাল ভোরে গ্রামের মনিন্দ সিংয়ের ছেলে শ্রীকান্ত সিং (২৫), ওয়াছু মোহাম্মদের ছেলে আজিজুল হক (৩০) ও রতন সিংয়ের ছেলে বিপ্লব সিং (২৪) পাড়িয়া সীমান্তের ৩৮৮/৩-এস নম্বর পিলারের কাছে গরু পারাপারের জন্য যান। ওই সময় ভারতের হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শ্রীকান্ত বাম হাতে, আজিজুল পেটে ও বিপ্লব পায়ে গুলিবিদ্ধ হন। বাংলাদেশ রাইফেলসের ২ নম্বর ব্যাটালিয়নের আপারেশন অফিসার মেজর মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Thursday, 17 December 2009
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত
ঠাকুরগাঁও প্রতিনিধি | তারিখ: ১৬-১২-২০০৯
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজ বুধবার তিন বাংলাদেশি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বাড়ি পাড়িয়া ইউনিয়নের ধেউরঝারি গ্রামে। আহত ব্যক্তিরা হলেন মনিন্দ সিংয়ের ছেলে শ্রীকান্ত সিং (২৫), ওয়াছু মোহাম্মদের ছেলে আজিজুল হক (৩০) ও রতন সিংয়ের ছেলে বিপ্লব সিং (২৪)।
বিডিআর ও এলাকাবাসী জানায়, আজ ভোরে শ্রীকান্ত, আজিজুল ও বিপ্লব পাড়িয়া সীমান্তের ৩৮৮/৩-এস নম্বর পিলারের কাছে গরু পারাপারের জন্য গেলে ভারতের হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শ্রীকান্ত বাম হাতে, আজিজুল পেটে ও বিপ্লব পালের পায়ে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ সীমান্তে পালিয়ে আসেন। পরে ভোর সাড়ে ছয়টার দিকে তাঁরা বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে আজ দুপুরে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সীমান্ত এলাকার লোকজন জানায়, আহত ব্যক্তিরা সবাই গরু ব্যবসায়ী।
বাংলাদেশ রাইফেলসের দুই নম্বর ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মোখলেছুর রহমান জানান, আজ ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের চিকিত্সার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজ বুধবার তিন বাংলাদেশি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বাড়ি পাড়িয়া ইউনিয়নের ধেউরঝারি গ্রামে। আহত ব্যক্তিরা হলেন মনিন্দ সিংয়ের ছেলে শ্রীকান্ত সিং (২৫), ওয়াছু মোহাম্মদের ছেলে আজিজুল হক (৩০) ও রতন সিংয়ের ছেলে বিপ্লব সিং (২৪)।
বিডিআর ও এলাকাবাসী জানায়, আজ ভোরে শ্রীকান্ত, আজিজুল ও বিপ্লব পাড়িয়া সীমান্তের ৩৮৮/৩-এস নম্বর পিলারের কাছে গরু পারাপারের জন্য গেলে ভারতের হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শ্রীকান্ত বাম হাতে, আজিজুল পেটে ও বিপ্লব পালের পায়ে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ সীমান্তে পালিয়ে আসেন। পরে ভোর সাড়ে ছয়টার দিকে তাঁরা বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে আজ দুপুরে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সীমান্ত এলাকার লোকজন জানায়, আহত ব্যক্তিরা সবাই গরু ব্যবসায়ী।
বাংলাদেশ রাইফেলসের দুই নম্বর ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মোখলেছুর রহমান জানান, আজ ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের চিকিত্সার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Wednesday, 16 December 2009
BSF picks up 3 from Chuadanga border
Our Correspondent, Kushtia
Indian Border Security Force (BSF) picked up three Bangladeshi nationals from Thakurpur border point in Damurhuda upazila in Chuadanga on Sunday afternoon.
The locals are Matiur Rahman, 26, son of Gulzar, Dinar Ali, 30, son of Abul Hossain of Pirpurkullah and Asadul Haq, 32, son of Jalal Uddin of Thakurpur in Damurhuda upazila.
Sources in 35 Battalion of Bangladesh Rifles (BDR) quoting families of the victim said a BSF team from Rangiarpot camp in Chapra police station in Nadia district of West Bengal picked up the three from the border point at about 4:30 pm.
Contacted by BDR, the Indian forces claimed that they rounded up the Bangladeshis on charge of illegal intrusion into Indian territory.
BDR sent a protest note to BSF and called for a flag meeting at night.
BSF, however, did not reply to the letter till fling of this report in the evening.
Sources said, the three Bangladeshis are now at Chapra police station.
Earlier, on December 6, BSF abducted a Bangladeshi farmer from Jibonnagar border point of the district.
A Correspondent in Benapole reports: A Bangladeshi cattle trader was shot and injured by BSF along Daulatpur border in Benapole early Sunday.
The injured was identified as Arif Hossain, 28, son of Khorshed Ali of Daulatpur frontier village.
BDR sources said, BSF opened fire when Arif along with other cattle traders were returning to Bangladesh from India at about 5:00am.
Seriously injured Arif was admitted to a local hospital.
In Dinajpur, one person was wounded in BSF firing on Saturday morning at Uchhna border point under Hakimpur upzila.
The injured was identified as Moyem Uddin, 28, son of Kayem Uddin of village Uchhna. He was admitted to Pachbibi Upazila Health Complex in a critical condition, reports our correspondent.
BDR sources in Joypurhat 3 Battalion said, BSF at Mothurapur camp in India fired at least 5 rounds of bullets when Moyem reached the border area.
Joypurhat BDR sent a strong protest note to BSF over the incident.
Indian Border Security Force (BSF) picked up three Bangladeshi nationals from Thakurpur border point in Damurhuda upazila in Chuadanga on Sunday afternoon.
The locals are Matiur Rahman, 26, son of Gulzar, Dinar Ali, 30, son of Abul Hossain of Pirpurkullah and Asadul Haq, 32, son of Jalal Uddin of Thakurpur in Damurhuda upazila.
Sources in 35 Battalion of Bangladesh Rifles (BDR) quoting families of the victim said a BSF team from Rangiarpot camp in Chapra police station in Nadia district of West Bengal picked up the three from the border point at about 4:30 pm.
Contacted by BDR, the Indian forces claimed that they rounded up the Bangladeshis on charge of illegal intrusion into Indian territory.
BDR sent a protest note to BSF and called for a flag meeting at night.
BSF, however, did not reply to the letter till fling of this report in the evening.
Sources said, the three Bangladeshis are now at Chapra police station.
Earlier, on December 6, BSF abducted a Bangladeshi farmer from Jibonnagar border point of the district.
A Correspondent in Benapole reports: A Bangladeshi cattle trader was shot and injured by BSF along Daulatpur border in Benapole early Sunday.
The injured was identified as Arif Hossain, 28, son of Khorshed Ali of Daulatpur frontier village.
BDR sources said, BSF opened fire when Arif along with other cattle traders were returning to Bangladesh from India at about 5:00am.
Seriously injured Arif was admitted to a local hospital.
In Dinajpur, one person was wounded in BSF firing on Saturday morning at Uchhna border point under Hakimpur upzila.
The injured was identified as Moyem Uddin, 28, son of Kayem Uddin of village Uchhna. He was admitted to Pachbibi Upazila Health Complex in a critical condition, reports our correspondent.
BDR sources in Joypurhat 3 Battalion said, BSF at Mothurapur camp in India fired at least 5 rounds of bullets when Moyem reached the border area.
Joypurhat BDR sent a strong protest note to BSF over the incident.
Friday, 11 December 2009
তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
চুয়াডাঙ্গা প্রতিনিধি | তারিখ: ১১-১২-২০০৯
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তপথে বুধবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের তিন নাগরিককে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) কাছে ফেরত দিয়েছে। বিডিআর ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ওই তিনজনকে বিডিআরের কাছে হস্তান্তর করা হয়। বিডিআর তাঁদের দামুড়হুদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
তিন বাংলাদেশি হলেন মেহেরপুর সদর উপজেলার মোল্লাপাড়া শৈলমারী গ্রামের লাল চাঁদ মিয়া (২৬), যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোর্ট গ্রামের হাবিবুর রহমান সরদার (২৫) ও একই গ্রামের মুরাদ আলী (২৭)।
চুয়াডাঙ্গা ৩৫ রাইফেলস ব্যাটলিয়ন সূত্র জানায়, ২০০৭ সালের ১৬ জুন ওই তিনজন যশোরের বেনাপোল সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সে দেশের পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে তাঁদের প্রত্যেককে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
চুয়াডাঙ্গা প্রতিনিধি | তারিখ: ১১-১২-২০০৯
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তপথে বুধবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের তিন নাগরিককে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) কাছে ফেরত দিয়েছে। বিডিআর ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ওই তিনজনকে বিডিআরের কাছে হস্তান্তর করা হয়। বিডিআর তাঁদের দামুড়হুদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
তিন বাংলাদেশি হলেন মেহেরপুর সদর উপজেলার মোল্লাপাড়া শৈলমারী গ্রামের লাল চাঁদ মিয়া (২৬), যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোর্ট গ্রামের হাবিবুর রহমান সরদার (২৫) ও একই গ্রামের মুরাদ আলী (২৭)।
চুয়াডাঙ্গা ৩৫ রাইফেলস ব্যাটলিয়ন সূত্র জানায়, ২০০৭ সালের ১৬ জুন ওই তিনজন যশোরের বেনাপোল সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সে দেশের পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে তাঁদের প্রত্যেককে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
Wednesday, 9 December 2009
BSF kills Bangladeshi pilgrim, Abducts 1
Star Report
Indian Border Security Force (BSF) yesterday gunned down a Bangladeshi pilgrim in West Bengal's Basirhat area and abducted a farmer from Jibonnagar upazila in Chuadanga Monday evening.
Our Satkhira correspondent reports: BSF shot dead an unidentified Bangladeshi pilgrim of Hindu community on Panitor border under 24 Parganas district of West Bengal, opposite to Bhomra border in Sadar upazila early yesterday.
Lt Col Iqbal Azim, commanding officer of 41 Rifles Battalion of BDR, confirmed the incident and said identity of the victim, who went to India for 'Ganga Bath' a few days back, could not be known immediately.
BSF jawans of Panitor camp opened two shots targeting the pilgrim while he was returning to Bangladesh crossing the Panitor border at about 3:30am leaving him dead on the spot, sources said.
BSF men took away the body.
BDR sent a letter to BSF protesting the killing and asked them to return the body, BDR sources said.
Meanwhile, BSF abducted a Bangladeshi farmer from Goeshpur border point in Jibonnagar upazila of Chuadanga Monday evening, our Kushtia correspondent reports.
According to BDR 35 Rifles Battalion, BSF men from Kanpur camp in Murshidabad district of West Bengal entered Bangladesh territory and picked up Muraf Malitha, 30, son of Samu Malitha of Goeshpur in Jibonnagar when he was working in the field at about 5:30pm.
On information, a BDR team from Dhopakhali camp under 35 Rifles Battalion rushed to the spot.
BDR sent a letter to BSF protesting the incident and asked for a flag meeting, BDR sources said.
Indian Border Security Force (BSF) yesterday gunned down a Bangladeshi pilgrim in West Bengal's Basirhat area and abducted a farmer from Jibonnagar upazila in Chuadanga Monday evening.
Our Satkhira correspondent reports: BSF shot dead an unidentified Bangladeshi pilgrim of Hindu community on Panitor border under 24 Parganas district of West Bengal, opposite to Bhomra border in Sadar upazila early yesterday.
Lt Col Iqbal Azim, commanding officer of 41 Rifles Battalion of BDR, confirmed the incident and said identity of the victim, who went to India for 'Ganga Bath' a few days back, could not be known immediately.
BSF jawans of Panitor camp opened two shots targeting the pilgrim while he was returning to Bangladesh crossing the Panitor border at about 3:30am leaving him dead on the spot, sources said.
BSF men took away the body.
BDR sent a letter to BSF protesting the killing and asked them to return the body, BDR sources said.
Meanwhile, BSF abducted a Bangladeshi farmer from Goeshpur border point in Jibonnagar upazila of Chuadanga Monday evening, our Kushtia correspondent reports.
According to BDR 35 Rifles Battalion, BSF men from Kanpur camp in Murshidabad district of West Bengal entered Bangladesh territory and picked up Muraf Malitha, 30, son of Samu Malitha of Goeshpur in Jibonnagar when he was working in the field at about 5:30pm.
On information, a BDR team from Dhopakhali camp under 35 Rifles Battalion rushed to the spot.
BDR sent a letter to BSF protesting the incident and asked for a flag meeting, BDR sources said.
Wednesday, 2 December 2009
দুঃখ প্রকাশের পর বিএসএফকে গুলি ও এসএলআর ফেরত
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা | তারিখ: ০২-১২-২০০৯
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের ফেলে যাওয়া একটি এসএলআর ও ২০টি গুলি ফেরত দিয়েছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। গতকাল মঙ্গলবার সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তের চারাবাড়িতে বিএসএফ ও বিডিআরের মধ্যে পতাকা বৈঠকে বিএসএফের সদস্যরা দুঃখ প্রকাশ করলে এসব ফেরত দেওয়া হয়।
গত রোববার দুপুরে ভারতের ১২৬ ব্যাটালিয়নের আমুদিয়া ক্যাম্পের বিএসএফের একজন সদস্য চারাবাড়ি সীমান্তের মেইন পিলার ১৩/১ এলাকা দিয়ে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে ঢুকে পড়েন। এ সময় বিডিআরের টহল দল তাঁকে ধাওয়া করলে বিএসএফের ওই সদস্য তাঁর কাছে থাকা একটি এসএলআর ও ২০টি গুলি ফেলে পালিয়ে যান। বিডিআরের সদস্যরা অস্ত্র ও গুলি উদ্ধার করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল পতাকা বৈঠক হয়।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের ফেলে যাওয়া একটি এসএলআর ও ২০টি গুলি ফেরত দিয়েছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। গতকাল মঙ্গলবার সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তের চারাবাড়িতে বিএসএফ ও বিডিআরের মধ্যে পতাকা বৈঠকে বিএসএফের সদস্যরা দুঃখ প্রকাশ করলে এসব ফেরত দেওয়া হয়।
গত রোববার দুপুরে ভারতের ১২৬ ব্যাটালিয়নের আমুদিয়া ক্যাম্পের বিএসএফের একজন সদস্য চারাবাড়ি সীমান্তের মেইন পিলার ১৩/১ এলাকা দিয়ে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে ঢুকে পড়েন। এ সময় বিডিআরের টহল দল তাঁকে ধাওয়া করলে বিএসএফের ওই সদস্য তাঁর কাছে থাকা একটি এসএলআর ও ২০টি গুলি ফেলে পালিয়ে যান। বিডিআরের সদস্যরা অস্ত্র ও গুলি উদ্ধার করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল পতাকা বৈঠক হয়।
Subscribe to:
Posts (Atom)