Saturday 12 March 2011

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবক আহত




নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ১২-০৩-২০১১



রাজশাহীর পবা উপজেলার খানপুর সীমান্তে আবদুল কাদির (৩৫) নামের এক যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাদিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামে।

চিকিৎসাধীন কাদির জানান, তিনি একজন গরু ব্যবসায়ী। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনিসহ ১০-১২ জন ভারতের কাতলামারী এলাকা থেকে গরু নিয়ে খানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। গরু ফেলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তিনি তাঁদের হাতে ধরা পড়ে যান। কাদির বলেন, বিএসএফের সদস্যরা তাঁর ওপর অমানবিক নির্যাতন চালায়। পরে তাঁরা তাঁকে প্রায় অচেতন অবস্থায় সেখানে ফেলে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

No comments:

Post a Comment