Monday, 23 January 2012

ভূরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কুড়িগ্রাম : কুড়িগ্রামের । ভূরুঙ্গামারী উপজেলা সীমান্ত থেকে সোমবার ভোররাতে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বহিনী (বিএসএফ)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ভারতীয় সীমান্তের বালাভুত ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলার শালঝোর কাজীপাড়া এলাকার সুরুজ আলীর ছেলে আসলামুল হক (৩০) প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ঘন কুয়াশায় ভুল করে নো-ম্যান্স ল্যান্ডে ঢুকে পড়ে।

এ সময় ভারতীয় বিএসএফ ৭-এর আওতায় বালাভুত ক্যাম্পের টহলদল আন্তর্জাতিক পিলার নং- ৯৯২ এর ১০ এস পিলারের কাছ থেকে তাকে আটক করে ভারতের সীমান্তে নিয়ে যায়।

ভূরুঙ্গামারীর দিয়াডাঙ্গা কোম্পানি কমান্ডার সাখাওয়াত হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিজিবি ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে অপহৃত ব্যক্তিকে ফেরত চেয়েছে।

বাংলাদেশ সময় : ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২

No comments:

Post a Comment