চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পাড়ে আজ বুধবার এক গরু ব্যবসায়ীর লাশ পাওয়া গেছে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ভারতীয় সীমান্তবর্তী দৌলতপুর ক্যাম্পের কাছ থেকে ৪ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে ধরে নিয়ে যায়।
স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, ওই ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (২২)।
সাদ্দাম শিবগঞ্জ উপজেলার সিংনগর পণ্ডিতপুর গ্রামের মোর্তজা হোসেনের ছেলে। সাদ্দামের স্বজনেরা জানান, তাঁর শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য সাদ্দামের লাশ সদর উপজেলার মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, ওই ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (২২)।
সাদ্দাম শিবগঞ্জ উপজেলার সিংনগর পণ্ডিতপুর গ্রামের মোর্তজা হোসেনের ছেলে। সাদ্দামের স্বজনেরা জানান, তাঁর শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য সাদ্দামের লাশ সদর উপজেলার মর্গে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment