Saturday, 19 May 2012

বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশিকে নির্যাতনের অভিযোগ


নওগাঁ প্রতিনিধি | তারিখ: ১৯-০৫-২০১২

নওগাঁর পোরশা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশি কৃষক সুফল সিংহকে (৫৯) ধরে নিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সুফল সিংহের ভাষ্য, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তিনি বাংলাদেশ অংশের কাতলামারী চরে নিজেদের জমির ধান কাটছিলেন। এ সময় ওই এলাকার নোম্যান্স ল্যান্ডে থাকা ভারতের টিক্কাপাড়া বিএসএফ ক্যাম্পের দুই সদস্য তাঁর কাছে পানি চান। পানি নিয়ে বিএসএফের সদস্যদের কাছে যাওয়ামাত্র তাঁরা তাঁকে টেনেহিঁচড়ে একটি টহল চৌকিতে নিয়ে যান। সুফল অভিযোগ করেন, বিএসএফের সদস্যরা রাইফেলের বাট, কোমরের বেল্ট ও বেত দিয়ে তাঁকে মারধর করেন। তাঁরা সুফলের দুই হাত পিঠমোড়া করে বেঁধে রাখেন এবং পরনের লুঙ্গি ও শার্ট ছিঁড়ে ফেলেন। নির্যাতিত সুফল দাবি করেন, প্রায় এক ঘণ্টা ধরে বিএসএফের সদস্যরা তাঁর ওপর নির্যাতন চালান। ঘটনাস্থলে বিএসএফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যাওয়ান পর তাঁকে আরও মারধর করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

এলাকাবাসী জানান, তাঁরা বেলা আড়াইটার দিকে অচেতন অবস্থায় সীমান্তের ৩২ নম্বর খুঁটি-সংলগ্ন এলাকা থেকে সুফলকে উদ্ধার করে তাঁর বাড়িতে পৌঁছে দেন।

দুয়ারপাল গ্রামের স্কুলশিক্ষক ইসাউল হকের ভাষ্য, সুফলকে চিকিত্সা দেওয়া হচ্ছে। নির্যাতনে সুফলের দুই পায়ের হাঁটুর নিচের অংশ ফুলে উঠেছে। শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। সুফলের ছেলে শুক চান সিংহের দাবি, বিএসএফের সদস্যরা সুফলকে নির্যাতনের সময় তাঁর মাথা ও ঘাড়ে আঘাত করেন। এতে তিনি মাথা তুলে দাঁড়াতে পারছেন না।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নীতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আখতার হোসেন বলেন, বিএসএফের সদস্যরা সুফলকে অমানুষিক নির্যাতন করেছেন বলে যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয়।

http://www.prothom-alo.com/detail/date/2012-05-19/news/259046


BSF kills Bangladeshi cattle trader


Indian Border Security Force (BSF) early yesterday hurled a cocktail at Bangladeshi cattle traders injuring a man and then shot him dead at Daudpur border under Birampur upazila of Dinajpur, said BGB sources.
The deceased was identified as Saidur Rahman Chiku, 50, of Poli Mahmudpur village under Birampur upazila of Dinajpur.
According to witnesses, the incident took place when Chiku along with other cattle traders was returning home around 4:30am. On the way, BSF of Gobindapur camp under 29 Battalion of Dakkhin Dinajpur of Paschimbanga hurled a cocktail at them injuring Chiku.
BSF members then caught Chiku and shot him dead on the spot, they added.
Hili police of Paschimbanga sent the body to Balurghat Hospital.
Lt Col Tayed Ul Haque, commanding officer of Phulbari 40 Battalion, said he heard about the incident but there has been no confirmation so far from his Indian counterpart.
Since January 2012, four Bangladeshi cattle traders have been killed and seven wounded by BSF members.

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=234780


Friday, 18 May 2012

দিনাজপুরে সীমান্তে বিএসএফের গুলি: নিহত ১


Fri, May 18th, 2012 1:42 pm BdST

দিনাজপুর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরামপুর উপজেলার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি-৪০ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েবুল হক জানান, শুক্রবার ভোরে বিরামপুরের দাউদপুর সীমান্তে বিএসএফের হাতবোমা ও গুলিবর্ষণে সাইদুর রহমান চিকু (৫০) নিহত হন। তার লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।

নিহত সাইদুর ভারত থেকে গরু আনার কাজ করতেন। তিনি বিরামপুর উপজেলার পলি মাহমুদপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল তায়েবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোরে বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে আরও কয়েকজনের সঙ্গে সাইদুর গরু আনতে ভারতে যায়।

“সীমান্ত পিলার ২৮৯/২৫ (এ)-এর কাছে তাদের লক্ষ্য করে হাতবোমা ছুড়ে মারে ভারতের গোবিন্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বোমার আঘাতে সাইদুর পড়ে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি মারা যান।”

তিনি জানান, সাইদুরের লাশ ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে বিএসএফ এখনও কিছু জানায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসইউ/১৩৫৩ ঘ.

http://www.bdnews24.com/bangla/details.php?cid=2&id=194267

Thursday, 17 May 2012

Youth shot dead by BSF


Indian Border Security Force (BSF) shot dead a Bangladeshi youth early yesterday at Azmatpur border in Shibganj upazila of Chapainawabganj.
The victim was identified as Durul Huda, 22, son of Jalal Uddin alias Guhu of Azmatpur village.
BSF troops of Swashani camp under 125 BSF Battalion in Pashchimbanga opened fire on Durul around 4:00am while he was returning home with smuggled goods, said Maj Sheikh Mizanur Rahman, acting commanding officer of 9 Border Guard Bangladesh (BGB) Battalion in Chapainawabganj.
Locals rushed injured Durul to Rajshahi Medical College Hospital where he succumbed to his injuries around 10:00am.
The body was sent to the hospital morgue for an autopsy.
Earlier on April 4, BSF members shot dead Ruhul Amin, a cattle trader, at Shingnagar frontier in the same upazila.

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


নিজস্ব প্রতিবদেক, চাঁপাইনবাবগঞ্জ | তারিখ: ১৭-০৫-২০১২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে গতকাল বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুরুল ইসলাম (৩৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দুরুল উপজেলার আজমতপুর মোলাটোলা গ্রামের জালাল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, ভোর সাড়ে চারটার দিকে আজমতপুর সীমান্তের মেইন পিলার ১৮১-এর ৩ নম্বর সাবপিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত এলাকায় কয়েকজন বাংলাদেশিকে দেখে ভারতের শ্বশানী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে দুরুল গুরুতর আহত হন। তাঁকে প্রথমে রাজশাহীর ডলফিন ক্লিনিকে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল সোয়া ১০টার দিকে তিনি মারা যান। 

চাঁপাইনবাবগঞ্জের বিজিবি-৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মিজানুর রহমান জানান, বিএসএফের কাছে এই হত্যাকাণ্ডের লিখিত প্রতিবাদ জানানো হবে।

http://www.prothom-alo.com/detail/date/2012-05-17/news/258452