Thursday 17 May 2012

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


নিজস্ব প্রতিবদেক, চাঁপাইনবাবগঞ্জ | তারিখ: ১৭-০৫-২০১২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে গতকাল বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুরুল ইসলাম (৩৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দুরুল উপজেলার আজমতপুর মোলাটোলা গ্রামের জালাল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, ভোর সাড়ে চারটার দিকে আজমতপুর সীমান্তের মেইন পিলার ১৮১-এর ৩ নম্বর সাবপিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত এলাকায় কয়েকজন বাংলাদেশিকে দেখে ভারতের শ্বশানী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে দুরুল গুরুতর আহত হন। তাঁকে প্রথমে রাজশাহীর ডলফিন ক্লিনিকে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল সোয়া ১০টার দিকে তিনি মারা যান। 

চাঁপাইনবাবগঞ্জের বিজিবি-৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মিজানুর রহমান জানান, বিএসএফের কাছে এই হত্যাকাণ্ডের লিখিত প্রতিবাদ জানানো হবে।

http://www.prothom-alo.com/detail/date/2012-05-17/news/258452

No comments:

Post a Comment