Friday, 18 May 2012

দিনাজপুরে সীমান্তে বিএসএফের গুলি: নিহত ১


Fri, May 18th, 2012 1:42 pm BdST

দিনাজপুর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরামপুর উপজেলার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি-৪০ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েবুল হক জানান, শুক্রবার ভোরে বিরামপুরের দাউদপুর সীমান্তে বিএসএফের হাতবোমা ও গুলিবর্ষণে সাইদুর রহমান চিকু (৫০) নিহত হন। তার লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।

নিহত সাইদুর ভারত থেকে গরু আনার কাজ করতেন। তিনি বিরামপুর উপজেলার পলি মাহমুদপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল তায়েবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোরে বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে আরও কয়েকজনের সঙ্গে সাইদুর গরু আনতে ভারতে যায়।

“সীমান্ত পিলার ২৮৯/২৫ (এ)-এর কাছে তাদের লক্ষ্য করে হাতবোমা ছুড়ে মারে ভারতের গোবিন্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বোমার আঘাতে সাইদুর পড়ে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি মারা যান।”

তিনি জানান, সাইদুরের লাশ ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে বিএসএফ এখনও কিছু জানায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসইউ/১৩৫৩ ঘ.

http://www.bdnews24.com/bangla/details.php?cid=2&id=194267

No comments:

Post a Comment